ভ্যাটিকান সিটি: ছোট্ট তবে সুন্দর এক রাষ্ট্র

603
0

ভ্যাটিকান সিটি, খ্রিস্টধর্মের অন্যতম পবিত্র স্থান। ভ্যাটিকান সিটি হল বিশ্বের ক্ষুদ্রতম সম্পূর্ণ স্বাধীন জাতি-রাষ্ট্র। ভ্যাটিকান টাইবার নদীর পশ্চিম তীরে অবস্থিত রোমের একটি অংশ। ভ্যাটিকানের রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস। শিল্প এবং স্থাপত্যের অনন্য সাধারণ সংগ্রহ রয়েছে এর ছোট সীমানার মধ্যে। দ্য হলি সী অথবা ইতালীয় ভাষায় সিটা ডেল ভ্যাটিকানো নামেও পরিচিত এই দেশটি।

ভ্যাটিকানের কেন্দ্রে রয়েছে সেন্ট পিটারস ব্যাসিলিকা, এর ডবল কোলোনাড এবং সামনে একটি বৃত্তাকার পিয়াজা রয়েছে এবং প্রাসাদ এবং বাগান দ্বারা সীমানা রয়েছে। সেন্ট পিটার দ্য এপোস্টেলের সমাধির উপরে নির্মিত ব্যাসিলিকাটি বিশ্বের বৃহত্তম ধর্মীয় ভবন। হুট করে একনাগাড়ে ভ্যাটিকানের এত তথ্য পেয়ে অবাক হবেন না। কারণ, ভ্যাটিকান নিয়ে বিস্তারিত আলোচনাই আজকের মূল বিষয়বস্তু।

জন্মকথা 

১১ ফেব্রুয়ারী ১৯২৯ সালের লাতেরান চুক্তি দ্বারা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্নপ্রকাশ করে ভ্যাটিকান সিটি। রোমের কেন্দ্রে ৪৪ হেক্টর এলাকা জুড়ে তার সার্বভৌমত্ব নিয়ে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় রাষ্ট্রটি। ভ্যাটিকান সিটি চারিদিক থেকে দেয়াল দ্বারা ঘেরা। এবং সেন্ট পিটারের বার্নিনির কলোনেডের মাধ্যমে শহরের দিকটা একেবারেই উন্মুক্ত।

সেইন্ট পিটার ব্যাসিলিকা। Image Source: unsplash.com/fabiofistarol

কনস্টানটাইন (৪র্থ শতক) দ্বারা সেন্ট পিটারস ব্যাসিলিকা প্রতিষ্ঠার পর থেকে খ্রিস্টধর্মের কেন্দ্র এবং পরবর্তী পর্যায়ে পোপদের স্থায়ী বসবাসের স্থান হিসেবে গড়ে উঠেছে এই নগরটি। ভ্যাটিকান একই সময়ে ক্যাথলিকদের জন্যেও বিশিষ্ট পবিত্র শহর। একই সাথে একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানও বটে। রোমান বিশ্ব এবং খ্রিস্টান এবং অ-খ্রিস্টান উভয়ের প্রধান সাংস্কৃতিক স্থানগুলোর একটি হচ্ছে এই ভ্যাটিকান সিটি।

ভ্যাটিকান প্রসাদ

ভ্যাটিকান প্যালেস হলো শহরের মধ্যে পোপের বাসস্থান। আর ভ্যাটিকান হচ্ছে ক্যাথলিক খ্রিস্টানদের কাছে ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দফতর। যা চার্চ, বিশপ এবং পোপ দ্বারা পরিচালিত। হলি সি-এর কর্তৃত্ব সারা বিশ্বে ক্যাথলিকদের উপর বিরাজমান। ১৯২৯ সাল থেকে ভ্যাটিকান সিটিতে বসবাস করছে, যা পোপকে তার সর্বজনীন কর্তৃত্ব প্রয়োগ করতে সক্ষম করার জন্য একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।

ভ্যাটিকান সিটি একটি স্বতন্ত্র ও সার্বভৌম রাষ্ট্র। কেননা, ভ্যাটিকান সিটির নিজস্ব টেলিফোন ব্যবস্থা, ডাকঘর, বাগান, জ্যোতির্বিদ্যাগত মানমন্দির, রেডিও স্টেশন, ব্যাঙ্কিং ব্যবস্থা এবং ফার্মেসি রয়েছে। নিজস্ব মুদ্রা ব্যবস্থা, সামরিক বাহিনী এবং রাষ্ট্রীয় প্রতীকসহ সকল সুযোগ সুবিধাই বিদ্যমান ভ্যাটিকানে।

সেন্ট পিটারস ব্যাসিলিকা, ভ্যাটিকান সিটি। image source: unsplash.com/Alejandro Esposito

১৫০৬ সাল থেকে পোপের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সুইস গার্ডদের একটি দল সব সময় নিয়োজিত থাকে। খাদ্যসহ প্রায় সমস্ত সরবরাহ, পানি, বিদ্যুৎ এবং গ্যাস—আমদানি করতে হয় ভ্যাটিকানকে। এখানে কোন আয়কর নেই এবং তহবিল আমদানি বা রপ্তানির উপর নেই কোন সীমাবদ্ধতা।

হলি সি হিসাবে, ভ্যাটিকান সিটি বিশ্বব্যাপী এক বিলিয়নেরও বেশি রোমান ক্যাথলিকদের স্বেচ্ছায় অবদানের পাশাপাশি বিনিয়োগ এবং স্ট্যাম্প, কয়েন এবং প্রকাশনা বিক্রির সুদ থেকে আয় করে। ১৯৮০ এর দশকের গোড়ার দিক থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু হয়।

শিল্পচর্চায় ভ্যাটিকান সিটি  

শিল্পে রয়েছে ভ্যাটিকান সিটির গুরুত্বপূর্ণ অবদান। রেনেসাঁর পর ভ্যাটিকানের সাংস্কৃতিক চর্চা অনেকাংশে ম্রিয়মাণ হয়ে পড়ে। একটা সময় পর্যন্ত পোপরা শিল্প কলার পৃষ্ঠপোষকের ভূমিকা পালন করতেন। তারপর ভ্যাটিকানের সেই ঐতিহ্য অনেকটাই ফ্যাকাসে হয়ে গিয়েছে।

low angle photography of brown and white concrete building
ভ্যাটিকান মিউজিয়ামের ভেতরে মাইকেলেঞ্জেলোর করা একটি ফ্রেসকো। image source: unsplash.com/Babak Habibi

তারপরও ভ্যাটিকান মিউজিয়াম এবং গ্যালারী, সিস্টিন চ্যাপেলে মাইকেল অ্যাঞ্জেলোর ফ্রেস্কো, বোরগিয়া অ্যাপার্টমেন্টে পিন্টুরিচিওর ফ্রেস্কো এবং রাফেলের স্ট্যাঞ্জ (রুম) সারা বিশ্বের শিল্প সমালোচক, শিল্পী ও পর্যটকদের আকর্ষণ করে। ১৯৯৪ সালে সিস্টিন চ্যাপেলের ফ্রেস্কোগুলিকে অনেক বছরের চেষ্টার পর উদ্ধার করা সম্ভব হয়েছিল। ২০০০ সালের সহস্রাব্দ জুবিলী বিশ্ববাসীকে আকর্ষণ করেছিল।

সংস্কৃতি ও ঐতিহ্য

ভ্যাটিকান অ্যাপোস্টোলিক লাইব্রেরিতে প্রায় ১৫০০০০ পাণ্ডুলিপি এবং ১.৬ মিলিয়ন মুদ্রিত বইয়ের অমূল্য সংগ্রহ রয়েছে। ১৪৭৫ সালে, সিক্সটাস (চতুর্থ) ভ্যাটিকান লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। যা ইউরোপে সর্বপ্রথম জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এখানে পাণ্ডুলিপি এবং বই, মুদ্রণ, অঙ্কন, মুদ্রা এবং আলংকারিক শিল্পের সংগ্রহ শতাব্দী ধরে ক্রমাগত বৃদ্ধি পেয়েছে, যা এটিকে মানব সংস্কৃতির একটি অমূল্য ভান্ডারে পরিণত করেছে।

ভ্যাটিকান মিউজিয়ামে একটি শিল্পকর্ম। image source: unsplash.com/NastyaDulhiier

ভ্যাটিকান থেকে তার নিজস্ব প্রভাবশালী দৈনিক সংবাদপত্র, L’Osservatore Romano প্রকাশিত হয়। এর প্রেসটি পুরানো Ecclesiastical Georgian থেকে ভারতীয় তামিল পর্যন্ত ৩০টি ভাষার যে কোনো বই এবং পুস্তিকা মুদ্রণ করতে পারে।

১৯৮৩ সাল থেকে ভ্যাটিকান তার নিজস্ব টেলিভিশন প্রোগ্রামিং তৈরি করেছে। এর রেডিও সম্প্রচার বিশ্বের বিভিন্ন স্থানে প্রায় ৪০ টি ভাষায় শোনা যায়। ভ্যাটিকান সিটি ১৯৮৪ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মনোনীত হয়েছিল।

পোপরা ১৪ শতক পর্যন্ত ভ্যাটিকানে থাকতেন না

আসল সেন্ট পিটারস ব্যাসিলিকা নির্মাণের পরেও, পোপরা মূলত রোম জুড়ে লাতেরান প্রাসাদে থাকতেন। এমনকি ১৩০৯ সালে রাজা ফিলিপ চতুর্থ একজন ফরাসি কার্ডিনালকে পোপ নির্বাচিত করার ব্যবস্থা করার পর পোপ আদালত ফ্রান্সের আভিগননে চলে গেলে তারা সম্পূর্ণভাবে শহর ছেড়ে চলে যায়। সাতজন পোপ, সমস্ত ফরাসি, আভিগনন থেকে শাসন করেছিলেন, এবং পোপ ১৩৭৭ সাল পর্যন্ত রোমে ফিরে আসেননি।

সেই সময়ে লাতেরান প্রাসাদটি পুড়ে গিয়েছিল এবং ভ্যাটিকান পোপের বাসস্থান হিসাবে ব্যবহার করা শুরু হয়েছিল। যদিও অনেক মেরামতের কাজ করা দরকার ছিল। কারণ ভ্যাটিকান এমন বেহাল অবস্থার মধ্যে পড়েছিল যে নেকড়েরা কবরস্থানে মৃতদেহের জন্য খনন করেছিল এবং গরু এমনকি ব্যাসলিকাতে ঘুরে বেড়াত।

Pope Francis
পোপ ফ্রান্সিস। image source: unsplash.com/Ashwin Vaswani

পোপদের গোপন পথে পালানো 

১২৭৭ সালে, টাইবার নদীর তীরে দুর্গযুক্ত ক্যাস্টেল সান্ট’অ্যাঞ্জেলোর সাথে ভ্যাটিকানকে সংযুক্ত করার জন্য একটি অর্ধ-মাইল দীর্ঘ উঁচু আচ্ছাদিত পথ, প্যাসেটো ডি বোরগো নির্মাণ করা হয়েছিল। এটি পোপদের জন্য একটি পালানোর পথ হিসাবে কাজ করেছিল, বিশেষত ১৫২৭ সালে যখন এটি পোপ ক্লিমেন্ট সপ্তম এর জীবন রক্ষা করেছিল।

রোমান সম্রাট চার্লস পঞ্চম এর বাহিনী যখন শহর জুড়ে তাণ্ডব চালায় এবং পুরোহিত ও নানদের হত্যা করেছিল, সুইস গার্ডরা শত্রুকে যথেষ্ট সময় ধরে আটকে রেখেছিল; যাতে ক্লিমেন্ট নিরাপদে ক্যাসেল সান্ট’অ্যাঞ্জেলোতে পৌঁছাতে পারে, যদিও পোপের ১৪৭ জন বাহিনী প্রাণ হারিয়েছিল।  

পোপদের ভ্যাটিকান ত্যাগে অস্বীকার 

১৮০০ এবং ১৯০০ এর দশকে প্রায় ৬০ বছর ধরে, পোপরা ভ্যাটিকান ত্যাগ করতে অস্বীকার করেছিলেন। ১৮৭০ সালে দেশটি একীভূত না হওয়া পর্যন্ত পোপরা মধ্য ইতালি জুড়ে সার্বভৌম পোপ রাজ্যের একটি সংগ্রহের উপর শাসন করেছিলেন। নতুন ধর্মনিরপেক্ষ সরকার ভ্যাটিকানের ছোট অংশ বাদে পোপ রাজ্যের সমস্ত জমি দখল করে নিয়েছিল এবং এক ধরণের ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছিল। তারপর গির্জা এবং ইতালীয় সরকারের মধ্যে বিভক্তি শুরু হয়। পোপস ইতালি রাজ্যের কর্তৃত্বকে স্বীকৃতি দিতে অস্বীকার করেন।

ভ্যাটিকান ইতালীয় জাতীয় নিয়ন্ত্রণের বাইরে থেকে যায়। পোপ পিয়াস (চতুর্থ) নিজেকে ‘ভ্যাটিকানের বন্দী’ ঘোষণা করেছিলেন এবং প্রায় ৬০ বছর ধরে পোপরা ভ্যাটিকান ত্যাগ করতে এবং ইতালীয় সরকারের কর্তৃত্বের কাছে জমা দিতে অস্বীকার করেছিলেন। ইতালীয় সৈন্যরা যখন সেন্ট পিটার্স স্কোয়ারে উপস্থিত ছিল, তখন পোপরা আশীর্বাদ দিতে বা পাবলিক স্পেস উপেক্ষা করে বারান্দা থেকে উপস্থিত হতে অস্বীকার করেছিলেন।

মুসোলিনির ভ্যাটিকান সিটির অস্তিত্বে স্বাক্ষর করেন 

ইতালীয় সরকার এবং ক্যাথলিক চার্চের মধ্যে বিরোধ ১৯২৯ সালে লাতেরান প্যাক্টস স্বাক্ষরের মাধ্যমে শেষ হয়, যা ভ্যাটিকানকে তার নিজস্ব সার্বভৌম রাষ্ট্র হিসাবে অস্তিত্বের অনুমতি দেয় এবং চার্চকে ৯২ মিলিয়ন ডলার (আজকের অর্থে $১ বিলিয়নেরও বেশি) ক্ষতিপূরণ দেয়। ইতালীয় সরকারের প্রধান মুসোলিনি রাজা ভিক্টর এমানুয়েল তৃতীয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

 

Feature Image: Photo by Caleb Miller on Unsplash
তথ্যসূত্র:
01. Vatican City.
02. Vatican City.
03. 10 things you want to know about Vatican City.
04. Vatican City.
05. Vatican City.