সাম্প্রতিক বিশ্ব
২০২২ সালে চিকিৎসাবিজ্ঞান-এ নোবেল পুরষ্কার জিতে নেন সোয়ান্তে প্যাবো, তার অতি চমকপ্রদ গবেষণার জন্য। বহু বছর আগের, প্রায় ৭০ বছর পূর্বের নিয়ান্ডারথালদের সাথে হোমো স্যাপিয়েন্স-এর সম্পর্ক নিয়ে গবেষণা এবং একটি সফল ফলাফল দাঁড় করানোর জন্য তাকে নোবেল প্রাইজের মতো সম্মানিত পুরষ্কারে ভূষিত করা হয়।