ঢাকায় যারা বসবাস করছেন কিংবা ভ্রমণে যান তখন কি শহরটির জায়গাগুলোর নাম নিয়ে একটুও ভেবে দেখেছেন? কেনইবা একটি স্থানের নাম এলিফ্যান্ট রোড যেখানে কোন এলিফ্যান্টই (হাতি) নেই? হাতিরঝিলে বেড়াতে গেলে ঝিল দেখতে পেলেও হাতি কি দেখতে পান? তবে কেন এই নাম?
গাজীপুরের জয়দেবপুর সদরে রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পাশে ছিল তাদের রাজপ্রাসাদ। সেই রাজপ্রসাদে ঘটে এক অদ্ভুত ঘটনা! আজ থকে শত বছর আগে সেই রাজপ্রসাদে সন্ন্যাসির বেশে ফিরে আসে মৃত রাজা।