এটা কি সত্যই চকলেট

1831
0

ছোট-বড় সবার কাছেই চকলেট খুব পছন্দের একটি খাবার। এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না, যিনি তাঁর জীবনে একবারও চকলেট খাননি।  আর যদি আপনাকে চকলেটের কোনো মিউজিয়ামে ছেড়ে দেওয়া হয়, তাহলে কী করবেন আপনি, একবার ভাবুন তো? চকলেট দেখবেন, না চকলেট খাবেন! যদি জীবনে এমন কোনো অভিজ্ঞতা নিতে চান, তাহলে বিশ্বের বিখ্যাত সব চকলেটের মিউজিয়াম থেকে একবার ঘুরে আসতে পারেন। সুযোগ হলে একবার ঢুঁ মেরে আসতে পারেন এই মিউজিয়ামগুলো থেকে।

 ওয়ার্ল্ড অব চকলেট মিউজিয়াম অ্যান্ড ক্যাফে

যুক্তরাষ্ট্রে অবস্থিত এই মিউজিয়ামকে চকলেটপ্রেমীদের জন্য এককথায় স্বর্গ বলা যায়। এই মিউজিয়ামে বিশ্বের অন্তত ২৫টি স্বীকৃত জায়গাকে চকলেট দিয়ে ভাস্কর্যের মতো করে তৈরি করা হয়েছে। এই ভাস্কর্যগুলো পুরোটাই চকলেটের তৈরি। এখানে একটি টেস্টিং রুমও রয়েছে, যেখানে আপনি বিশ্বের মজাদার সব চকলেট চেখে নিতে পারবেন। এখানে একটি ক্যাফেও আছে। যেখানে বিভিন্ন কফি, হট চকলেট এবং নানা ধরনের কেক ও পেস্ট্রি খেতে পারবেন।

ক্যাডবেরি ওয়ার্ল্ড

ইংল্যান্ডের বার্মিংহামে ক্যাডবেরি তৈরির শোরুমে একবার হলেও ঘুরে আসবেন। আর চেখে আসবেন জনপ্রিয় ক্যাডবেরি চকলেট। কীভাবে এই ক্যাডবেরি তৈরি করা হয়, তা দেখতে পারবেন। এবং সরাসরি তৈরি হওয়ার পর চেখে দেখবেন ক্যাডবেরির ফ্যাক্টরিতে বসে ক্যাডবেরি খাওয়ার স্বাদ কেমন হয়!

চকো-স্টোরি

বেলজিয়ামে চকো-স্টোরি সারা বিশ্বে খুবই বিখ্যাত। যেখানে চকলেটের এক্সপার্টদের কাছ থেকে জানতে পারবেন, কীভাবে চকলেট তৈরি করা হয় এবং আপনি বাসায় কীভাবে এই চকলেট তৈরি করবেন। তারা আপনাকে বিভিন্ন চকলেটের রেসিপিও দিয়ে দেবে। তাই নিজে নিজে চকলেট তৈরি করতে চাইলে চকো-স্টোরি থেকে একবার ঘুরে আসুন।

দি আলপ্রোস চকলেট মিউজিয়াম

সুইজারল্যান্ডে অবস্থিত চকলেটের এই ফ্যাক্টরিতে বিভিন্ন স্বাদের চকলেট খেতে পারবেন। যেখানে চকলেটের শুরু থেকে আজ অবধি যত চকলেট তৈরি হয়েছে, সব ধরনের চকলেট খুঁজে পাবেন। এই মিউজিয়ামে ‘নস্টালজিয়া’ নামের একটি শপ রয়েছে। যেখানে আপনাকে নানা স্বাদের চকলেট খেতে দেওয়া হবে। এখানে বিভিন্ন ধরনের চকলেটের প্যাকেজও পাওয়া যায়। আপনি চাইলে প্রিয়জনের জন্য এই প্যাকেজগুলো কিনতেও পারবেন।

চকলেট মিউজিয়াম

এশিয়ার মধ্যে এটি বেশ ইউনিক একটি চকলেট মিউজিয়াম। এখানে প্রবেশমূল্য একেবার ফ্রি। চকলেট তৈরির স্টোরি ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে দেখার সুযোগ রয়েছে এখানে। এই মিউজিয়ামের ডিসপ্লের মাধ্যমে দেখানো হয় চকেলেট খেলে স্বাস্থ্যের কী ধরনের উপকার হয়। আর খুবই কম টাকায় আপনি এখান থেকে চকলেট কিনতে পারবেন।

ইমহোফ চকলেট মিউজিয়াম

জার্মানির ১০টি মিউজিয়ামের মধ্যে এই মিউজিয়াম সবার ওপরে রয়েছে। এটি সারা বিশ্বের মধ্যে খুবই বিখ্যাত একটি মিউজিয়াম। এই মিউজিয়ামের তিন মিটার লম্বা চকলেটের ঝর্ণাটি সবচেয়ে বেশি আকর্ষণীয়। এখানকার কর্মকর্তারা চকলেটের এই ঝর্ণার মধ্যে ওয়্যাফার ভিজিয়ে দর্শককে খেতে দেন।

মিউজিও দে লা চকোলাতা

স্পেনের বার্সেলোনায় অবস্থিত এই মিউজিয়ামে চকলেট তৈরি শেখানোর সব ধরনের উপকরণ দেওয়া হয়। এখানে চকলেটের আদিবৃত্তান্ত বর্ণনা করা হয়। এখানে সব ধরনের বয়সীদের নিয়ে অনেক মজার খেলা হয়। এখানে চকলেট দিয়ে পেইন্টিং করা হয় ।