ইউরোপের সেরা দশ স্টেডিয়াম

424
0
ইউরোপের সেরা স্টেডিয়াম Best stadiums in Europe
ইউরোপের সেরা দশ স্টেডিয়াম

খেলার সাম্রাজ্যে ফুটবলই রাজা  

কথাটি প্রায়ই শুনতে পাওয়া যায়। পৃথিবীজুড়ে চার বিলিয়নেরও বেশী ফুটবল ভক্তের সংখ্যাটাও যেন একই কথা প্রমাণ করে। সেই শুরু থেকে ফুটবল খেলার জনপ্রিয়তা যতটা বেড়েছে, পৃথিবীজুড়ে ফুটবল স্টেডিয়ামের সংখ্যাও সমান-তালে বেড়েছে। কারণটা একইসাথে ফুটবল ভক্তদের আবেগ এবং ক্লাব বা দেশের অর্থনৈতিক অবস্থার সাথে সম্পর্কিত। 

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভিন্ন ভিন্ন ফুটবল স্টেডিয়ামগুলোতে প্রতি সপ্তাহেই বিভিন্ন দেশ বা ক্লাবের মধ্যে দুর্দান্ত সব ম্যাচ অনুষ্ঠিত হয়। আর জমজমাটের ক্ষেত্রে ইউরোপিয়ান লিগগুলোই সর্বসেরা। চলুন জেনে নেয়া যাক ইউরোপের সেরা দশটি ফুটবল স্টেডিয়াম সম্পর্কে। 

১০. স্টেড ভেলোড্রোম স্টেডিয়াম, ফ্রান্স 

বলা হয়ে থাকে যে, ফ্রান্সের অলিম্পিক দে মার্সেই ক্লাবের সমর্থকরা সবচেয়ে বেশী কোলাহলপূর্ণ এবং আবেগপ্রবণ সমর্থকদের মধ্যে সবার উপরে। এই খ্যাতি তারা অনেক দিন থেকেই ধরে রেখেছে এবং তাদের হোম-গ্রাউন্ড স্টেড ভেলোড্রোম তাদের এই উন্মাদনার প্রমাণ বহন করে চলেছে যুগ যুগ ধরে। 

৬৭,৩৯৪ জন ধারণক্ষমতা সম্পন্ন মার্সেই-এর এই স্টেডিয়ামটি ফুটবল পাগল দর্শকদের উচ্ছ্বাস আর উন্মাদনার জন্য বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছে। প্রতিটা খেলাতেই তাই এই স্টেডিয়াম থাকে কানায় কানায় দর্শকে পূর্ণ।   

Stade Vélodrome Stadium স্টেড ভেলোড্রোম স্টেডিয়াম (ফ্রান্স)
স্টেড ভেলোড্রোম স্টেডিয়াম। Image source: wikimedia.commons

এই স্টেডিয়ামের মাহাত্ম্য বুঝতে হলে অবশ্যই একদিন এই স্টেডিয়ামে গিয়ে মার্সেই-এর একটি ম্যাচ দেখতে হবে। হয়তো এই ক্লাবটি ফ্রান্সের সবচেয়ে স্বনামধন্য ক্লাব না, হয়তো ক্লাবটি নানা কারণে বিতর্কিত, কিন্তু একটা বিষয় আপনাকে মানতেই হবে যে ক্লাবটির স্টেড ভেলোড্রোমের মতো একটি স্টেডিয়াম এবং সবসময় ক্লাবের পাশে থাকার মতো কিছু ভক্ত রয়েছে যারা ক্লাবটির জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত। 

১৯৩৮ ও ১৯৯৮ সালের ফুটবল বিশ্বকাপের কিছু ম্যাচ, ১৯৮৪ ও ২০১৬ সালের উয়েফা ইউরো টুর্নামেন্টের কিছু ম্যাচসহ ২০০৭ সালের রাগবি বিশ্বকাপের ম্যাচ এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। 

৯. ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়াম, স্পেন 

অ্যাটলেটিকো মাদ্রিদের প্রায় পঞ্চাশ বছরের স্মৃতি বিজড়িত হোম-গ্রাউন্ড ভিসেন্তে ক্যালদেরন যখন ২০১৭ সালে বন্ধ ঘোষণা করে দেয়া হল, তখন মাদ্রিদ সমর্থকদের মনে একটিই প্রশ্ন উঁকি দিচ্ছিল-‘তাহলে কোন স্টেডিয়াম হবে আমাদের পরবর্তী হোম-গ্রাউন্ড?’

সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ ক্লাব ঘোষণা করলো যে ওয়ান্ডা মেট্রোপলিটানোই হবে তাদের পরবর্তী হোম-গ্রাউন্ড। স্টেডিয়ামটি সিভিটাস মেট্রোপলিটানো নামেও পরিচিত। এই স্টেডিয়ামটির গল্প একটু অন্যরকম। এটি মূলত ১৯৯৭ সালের ওয়ার্ড অ্যাতলেটিকস চ্যাম্পিয়নশিপ হোস্ট করার জন্য তৈরি করা হয়। কিন্তু সেবার বিড পেতে ব্যর্থ হয় অ্যাটলেটিকো মাদ্রিদ। এমনকি তারা আরও কয়েকবার এই টুর্নামেন্টটি হোস্ট করার জন্য বিড করলেও বারবার ব্যর্থ হয়। এরই পরিপ্রেক্ষিতে ২০০৪ সালে স্টেডিয়ামটি বন্ধই করে দেয়া হয়। 

 Wanda-Metropolitano stadium ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়াম (স্পেন)
ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়াম / Image source: wikimedia.commons

ভিসেন্তে ক্যালদেরন এর বন্ধের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে আবার এটি খুলে দেয়া হয় দর্শকদের জন্য এবং একইসাথে এটির আধুনিকীকরণ করা হয়। বর্তমানে স্টেডিয়ামটি ৬৮,৪৫৬ জন দর্শক-ধারণে সমর্থ। 

উল্লেখযোগ্য ঘটনাবলির মধ্যে ২০১৮ সালের কোপা দেল রে ফাইনালের আয়োজক এই স্টেডিয়ামটি, যেখানে বার্সেলোনা ৫-০ গোলে সেভিয়াকে পরাজিত করে কোপা দেল রে ট্রফি ঘরে তোলে। ২০১৯ সালে, স্টেডিয়ামটিতে উয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হয় যেই ম্যাচে লিভারপুল ২-০ গোলে টটেনহাম হটস্পারকে পরাজিত করে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

৮. আলিয়াঞ্জ এরেনা স্টেডিয়াম, জার্মানি 

২০০৬ সালের ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে, এই প্রশ্ন যখন তাড়া করে বেড়াচ্ছিল বিশ্বের অগণিত ফুটবল ভক্তকে, তখন ফিফা ঘোষণা করলো যে জার্মানিই আয়োজন করবে ২০০৬ সালের ফুটবল বিশ্বকাপ। 

জার্মানি তখন মানসিকভাবে প্রস্তুত থাকলেও তাদের প্রয়োজন ছিল এমন একটি স্টেডিয়াম, যা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বকাপ দেখতে আসা অগণিত ফুটবল ভক্তদের চোখ জুড়াবে, যার সৌন্দর্যে মুগ্ধ হবে ফুটবল বিশ্ব। সেই চিন্তা থেকেই জার্মানি তৈরি করে ফুটবল ইতিহাসের অন্যতম সুন্দর এবং আধুনিক প্রযুক্তির এক নিখুঁত স্থাপনার অকল্পনীয় নিদর্শন এই স্টেডিয়ামটি। 

allianz arena stadium আলিয়াঞ্জ এরেনা স্টেডিয়াম (জার্মানি)
লিয়াঞ্জ এরেনা স্টেডিয়াম / Image source: kroatien-nachrichten.de

এটি সিগনাল ইডুনা পার্কের পর জার্মানির দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম। ৭৫,০০০ দর্শক ধারণক্ষমতা থাকলেও আন্তর্জাতিক ম্যাচসমূহের জন্যে তা ৭০,০০০ জনে কমিয়ে দেয়া হয়েছে। 

২০০৬ সালের ফুটবল বিশ্বকাপের ম্যাচ ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ এই স্টেডিয়ামে খেলা হয়েছে। তারমধ্যে ২০১২ সালের উয়েফা চ্যাম্পিয়নস লীগ ফাইনাল, ২০২০ সালের উয়েফা ইউরো উল্লেখযোগ্য।

৭. ওয়েম্বলি স্টেডিয়াম, ইংল্যান্ড 

ইংলিশ ফুটবল তথা বিশ্ব ফুটবলের ইতিহাসে ওয়েম্বলি স্টেডিয়াম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ইংল্যান্ডের রাজধানী লন্ডনের ওয়েম্বলি নামক জায়গায় এই স্টেডিয়ামটি অবস্থিত। ৯০,০০০ মানুষ ধারণক্ষমতাসম্পন্ন এই স্টেডিয়ামটি ২০০৭ সালের ৯ই মার্চ আন্তর্জাতিকভাবে খুলে দেয়া হয়। 

Wembley Stadium ওয়েম্বলি স্টেডিয়াম (ইংল্যান্ড)
ওয়েম্বলি স্টেডিয়াম / Image source: wikimedia.commons

ক্যাম্প ন্যু-এর পর এটিই ইউরোপের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি উয়েফা স্বীকৃত এফএ কাপ, ইএফএল কাপ এবং কমিউনিটি শিল্ডের মতো ঘরোয়া প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ আয়োজনের জন্য নিয়মিত ব্যবহার করা হয়। এছাড়াও, সময় বিশেষে বিশ্ব ফুটবলের অনেক গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচও এখানে আয়োজন করা হয়। 

মজার ব্যাপার, ফুটবল ছাড়াও স্টেডিয়ামটিতে বক্সিং বাউট, রাগবি ম্যাচ এবং গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজন করা হয়েছে। মিউজিক কনসার্টগুলোও এখানে অনুষ্ঠিত হয়। 

৬. এনফিল্ড স্টেডিয়াম, ইংল্যান্ড 

ইংল্যান্ডের অন্যতম স্বনামধন্য ক্লাব লিভারপুলের হোম-গ্রাউন্ড হচ্ছে এনফিল্ড। শুধুমাত্র ইংল্যান্ডের নয় বরং পৃথিবীর অন্যতম একটি ঐতিহ্যবাহী ফুটবল স্টেডিয়ামের নাম এনফিল্ড। ৫৩,৩৯৪ জন দর্শক একইসাথে বসে এই স্টেডিয়ামে খেলা উপভোগ করতে পারেন।  

Anfield stadium এনফিল্ড স্টেডিয়াম (ইংল্যান্ড)
এনফিল্ড স্টেডিয়াম / Image source: wikimedia.commons

ফুটবল বিশ্বের কিছু শ্রেষ্ঠ খেলোয়াড় এবং শ্রেষ্ঠ কোচে এই স্টেডিয়ামের সান্নিধ্য পেয়েছেন। শত বছরের ইতিহাসে লিভারপুলের হয়ে ছয়বার ইউরোপের শ্রেষ্ঠত্ব এবং আঠারো বার লিগ টাইটেল জয়ের সাক্ষী এই স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি প্রতিদ্বন্দ্বী দলগুলোকে যথাযথ সম্মান প্রদর্শনের জন্য সুপরিচিত। 

বলা হয়ে থাকে যে, এই স্টেডিয়ামে যখন খেলা শুরু হয় তখন দর্শকদের করতালি আর সমর্থনে খেলোয়াড়দের হৃৎপিণ্ড এতোটাই কম্পিত হয় যে তারা তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেন না। 

৫. স্টেডিও জিউসেপ মেজা স্টেডিয়াম, ইতালি 

ফুটবল বিশ্বের প্রায় প্রতিটি ফুটবল প্রেমীর কাছে ‘সান সিরো’ নামে পরিচিত এই স্টেডিয়ামটির অফিশিয়াল নাম ‘স্টেডিও জিউসেপ মেজা।’ ৮০,০১৮ জন দর্শক ধারণক্ষমতাবিশিষ্ট এই স্টেডিয়ামটি ইউরোপের অন্যতম বৃহত্তম এবং ইতালির বৃহত্তম স্টেডিয়াম। 

সান সিরো স্টেডিয়াম San Siro Stadium
সান সিরো স্টেডিয়াম / Image source: see.news

এটি ছিল ১৯৩৪ এবং ১৯৯০ ফুটবল বিশ্বকাপের অন্যতম ভেন্যু। তাছাড়া ১৯৮০ সালের উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের অন্যতম ভেন্যু হিসেবেও এটি ব্যবহৃত হয়েছিল। 

৪. ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম, ইংল্যান্ড 

১৯১০ সাল থেকে আজ পর্যন্ত, লক্ষ কোটি ফুটবল পিপাসু মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু আর ভালোবাসায় সিক্ত হয়ে আছে ইংল্যান্ডের এই স্টেডিয়ামটি। গ্রেটার ম্যানচেস্টারে অবস্থিত ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম ইংল্যান্ডের সবচেয়ে বড় প্রিমিয়ার লীগ স্টেডিয়াম। ৭৪,১৪০ জন দর্শক ধারণক্ষমতাবিশিষ্ট এই স্টেডিয়ামটি ম্যানচেস্টার ইউনাইটেডের হোম-গ্রাউন্ড। 

Old Trafford stadium ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম (ইংল্যান্ড)
ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়াম / Image source: wikimedia.commons

রেড ডেভিলস সমর্থকদের হাজারো গল্প আর মহা-কাব্যিক কাহিনীর সৃষ্টি হয়েছে এই ঐতিহাসিক স্টেডিয়ামে। তাই পৃথিবী জুড়ে ভ্রমণপিপাসু মানুষের যথেষ্ট আগ্রহ রয়েছে এই স্টেডিয়ামকে ঘিরে। সেজন্যই হয়তো ইউরোপের সবচেয়ে বেশী পরিদর্শন করা স্টেডিয়ামগুলোর মধ্যে এটির স্থান সবার উপরে। বর্তমানে ক্রীড়া কার্যক্রম ছাড়াও বিভিন্ন অনুষ্ঠান যেমন-কনসার্ট, বিবাহ বা ক্রিসমাস পার্টির জন্যও এই স্টেডিয়ামটি ব্যবহৃত হয়। 

৩. সিগনাল ইডুনা পার্ক স্টেডিয়াম, জার্মানি 

ওয়েস্টফ্যালেনস্টেডিয়ন নামে সবচেয়ে বেশী পরিচিত এই স্টেডিয়ামটির বর্তমান নাম সিগনাল ইডুনা পার্ক। সিগনাল ইডুনা গ্রুপের স্পন্সরশীপের কারনেই স্টেডিয়ামটির এমন নামকরন। ‘দ্য টাইমস’-এর মতে এটি বিশ্বের সেরা ফুটবল স্টেডিয়াম। দর্শক ধারণক্ষমতার দিক থেকে জার্মানির সবচেয়ে বড় এই স্টেডিয়ামটি বুরুশিয়া ডর্টমুন্ডের হোম-গ্রাউন্ড।

Westfalenstadion সিগনাল ইডুনা পার্ক (ওয়েস্টফ্যালেনস্টেডিয়ন, জার্মানি)
ওয়েস্টফ্যালেনস্টেডিয়ন স্টেডিয়াম / Image source: wikimedia.commons

এটির দর্শক ধারণক্ষমতা ৮১,৩৬৫ জন যদিও আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য ৬৫,৮২৯ টি আসন বরাদ্দ। স্টেডিয়ামটিতে ১৯৭৪ ও ২০০৬ সালের ফুটবল বিশ্বকাপের কিছু ম্যাচ, ২০০১ সালের উয়েফা কাপ ফাইনালসহ আরও উল্লেখযোগ্য অনেক ম্যাচ অনুষ্ঠিত হয়ে আসছে।

২. এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম, স্পেন

ক্যাম্প ন্যু-এর পরপরই যে স্টেডিয়ামটির কথা বলতে হয় সেটি হচ্ছে স্পেনের রিয়াল মাদ্রিদে অবস্থিত আরেকটি আইকনিক স্টেডিয়াম এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যু। বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের রাইভালিটির কথা কেই বা না জানে! বার্সা-রিয়ালের মধ্যকার ফুটবল ম্যাচ ‘এল ক্লাসিকো’ নামে সর্বজনস্বীকৃত, আর এই এল ক্লাসিকো এই দুটি স্টেডিয়ামের মধ্যেই অনুষ্ঠিত হয়ে থাকে। 

Santiago Bernabéu Stadium এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম (স্পেন)
এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম (স্পেন) / Image source: wikimedia.commons

বছরের কিছু বিশেষ বিশেষ সময়ে ফুটবল বিশ্ব ‘এল ক্লাসিকো’ জ্বরে আক্রান্ত হয় আর তাই এই দুটি ফুটবল স্টেডিয়ামও ফুটবল প্রেমীদের জনপ্রিয়তার শীর্ষে! ৮১,০৪৪ জন দর্শকের ধারণক্ষমতাবিশিষ্ট এই স্টেডিয়ামটি ১৯৪৭ সালের ১৪ ই ডিসেম্বর দর্শকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এই স্টেডিয়ামটিতে তখন থেকেই অনেক গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়ে আসছে। 

তন্মধ্যে ১৯৮২ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল ও সেকেন্ড রাউন্ড এর তিনটি ম্যাচসহ মোট চারটি ম্যাচের কথা উল্লেখযোগ্য। তাছাড়া, ১৯৫৭, ১৯৬৯ এবং ১৯৮০ সালের ইউরোপিয়ান কাপ ফাইনাল এবং ২০১০ সালের উয়েফা চ্যাম্পিয়নস লীগ ফাইনাল এই মাঠে অনুষ্ঠিত হয়।  

১. স্পটিফাই ক্যাম্প ন্যু স্টেডিয়াম, স্পেন

এতকাল ধরে হয়তো আপনি স্পেনের বার্সেলোনার এই স্টেডিয়ামটিকে ‘ক্যাম্প ন্যু’ হিসেবেই জেনে এসেছেন। কিন্তু ২০২২ সালের জুলাই মাসে সুইডিশ জায়ান্ট মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের সাথে অফিসিয়াল চুক্তি হেতু স্টেডিয়ামের এই নতুন নামকরণ করা হয়। এই স্টেডিয়ামটি ইউরোপের সবচেয়ে বড় স্টেডিয়াম।  

Spotify Camp Nou stadium স্পটিফাই ক্যাম্প ন্যু স্টেডিয়াম  - (স্পেন)
স্পটিফাই ক্যাম্প ন্যু স্টেডিয়াম / Image source: bucketlistexplorers.com

৯৯,৩৫৪ জন দর্শকের ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামটি তৈরী করতে সময় লেগেছে প্রায় তিন বছর (১৯৫৪-১৯৫৭), খরচ হয়েছে প্রায় ১.৭৩ বিলিয়ন ইউরো! এখন পর্যন্ত দুইবার উয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনালসহ ১৯৮২ সালের ফুটবল বিশ্বকাপের কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে! ফুটবল প্রেমীদের স্বপ্ন থাকে অন্তত একবার হলেও এই স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করা, স্টেডিয়ামটি ঘুরে দেখা! 

 

Feature Image: Made by author
References:

01. Ranking the 16 Best Stadiums in Europe. 
02. 10 Biggest Football Stadiums In Europe. 
03. Best football stadiums in Europe. 
04. The 10 best stadiums in Europe.