ক্রেডিট কার্ডের আদ্যোপান্ত

562
0

আধুনিক জীবন ব্যবস্থায় ক্রেডিট কার্ড একটি জনপ্রিয় নাম এবং বিশ্বব্যপী দিন দিন এর ব্যবহার বেড়েই চলছে। চাকুরীজীবি, ব্যবসায়ী থেকে শুরু করে যাদের কাছে অতিরিক্ত অর্থ জমা আছে তাদের জন্য লেনদেনের একটি দুর্দান্ত সহজ উপায়। সুতরাং  বেশির ভাগ লোকেরা অতিরিক্ত অর্থ বহনের ঝামেলা এড়াতে ক্রেডিট কার্ড ব্যবহার করেতে চেষ্টা করেন। 

ক্রেডিট কার্ডে থাকা অর্থ-এর বাহক পন্য সামগ্রী কেনাকাটাসহ যাবতীয় ক্র‍য় সেবা নিশ্চিত করতে পারেন। এই কার্ড দিয়ে নগদ অর্থ ছাড়াই এটি অনলাইন এবং অফলাইনে ই-কমার্সের মাধ্যমে ব্যবহার করা যায়। এছাড়াও, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমানবন্দর লাউঞ্জে প্রশংসামূলক উপায়ে ব্যবহৃত হয়ে আসছে। 

ইদানিংকালে ক্রেডিট কার্ড শুধু মাত্র বিলাসিতার কোন ব্যাপার নয় বরং এটি নিত্যব্যবহার্য বিষয়ে পরিণত হয়েছে। এই একটি মাত্র কার্ড হাতের নাগালে থাকলে অনেক সময় বাচিঁয়ে দেয়। ক্রেডিট কার্ড দিয়ে খাবার, জামাকাপড়, চিকিৎসা খরচ, দেশ-বিদেশ ভ্রমণ খরচ এবং অন্যান্য জীবনধারার যাবতীয় পণ্য এবং জরুরী সেবার জন্য অর্থ লেনদেন করা নিরাপদ। চলুন ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত জানা যাক। 

ক্রেডিট কার্ড কি? 

ক্রেডিট কার্ড হলো একটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে পরিচালিত প্লাস্টিক বা ধাতুর একটি পাতলা আয়তক্ষেত্রাকার টুকরো। এটি গ্রাহককে বিশেষ শর্তে অর্থ ধার দেয়। যাতে যখনই প্রয়োজন হয় তখনই কার্ডটি ব্যবহার করে অর্থ লেনদেন করা যায়।  

ক্রেডিট কার্ড। Image Source: freepik.com

সহজ ভাষায় ক্রেডিট কার্ড হলো, ATM কার্ডের মতো একটি কার্ড। ওই কার্ড কোনো ব্যাংক অথবা কোনো অর্থিক প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ জমা রেখে পাওয়া সম্ভব। অর্থাৎ এই কার্ডের উদ্দেশ্য হলো, ধার করে কোনো জিনিস অথবা পরিষেবার পেমেন্ট করতে করতে ব্যবহার করা হয়। এই কার্ড দিয়ে এসব ছাড়াও এটিএম মেশিনের থেকে টাকাও তুলা যায়। 

এটা জানা জরুরি যে, একটি আন্তর্জাতিক ক্রেডিট কার্ড দিয়ে অনলাইনের মাধ্যমে যেকোনো পণ্য বা সেবা ক্রয়, হোটেল বুকিং, বিদেশে শিক্ষা গ্রহণ করার সুযোগ পাওয়া সম্ভব। এমনকি, বৈদেশিক মুদ্রা প্রেরণ এবং দেশ-বিদেশে প্রশিক্ষণ/সেমিনার/ওয়ার্কশপে অংশগ্রহণের ফি এই ক্রেডিট কার্ড দিয়ে পরিশোধ করা যায়।  

ক্রেডিট কার্ড কিভাবে পাওয়া যায়?

১. ক্রেডিট কার্ড হলো একটি সহজ পেমেন্ট সেবা। এটি পেতে ব্যাংক অ্যাকাউন্টে কিছু পরিমান টাকা ফিক্সড ডিপোজিট করে অথবা জমা রেখে ওই টাকার পরিমান অনুযায়ী ব্যাংক থেকে শর্তসাপেক্ষে একটি ক্রেডিট কার্ড নেয়া যায়।  

২. অথবা, ফিক্সড ডিপোজিটের টাকার পরিমান যদি বেশি হয় তাহলে বেশি পরিমান লিমিটসহ ক্রেডিট কার্ড দেয়া হয়। অন্যদিকে, ফিক্সড ডিপোজিটের পরিমান কম হলে কম পরিমান লিমিট ক্রেডিট কার্ড দেয়া হয়। 

৩. ক্রেডিট কার্ড নেয়ার অন্যতম শর্ত হলো কোনো ব্যাঙ্ক অথবা আর্থিক প্রতিষ্ঠানকে আপনার উপার্জনের প্রমান দেখতে হয়। যদি উপার্জন ক্রেডিট কার্ড পাওয়ার জন্য যথেষ্ট হয় তাহলে ক্রেডিট কার্ড দেয়া হয়। 

৪. আরেকটি শর্ত হলো ব্যাংকের সঙ্গে যদি খুব বেশি লেনদেন হয় আপনার তাহলেও ব্যাংক ক্রেডিট কার্ড দেয় যাতে গ্রাহককে সহজ সেবার আওতায় আনা যায়। 

ক্রেডিট কার্ড। Image Source: freepik.com

কোন ক্রেডিট কার্ড ভাল?

ইদানীং বাজারে হাজার হাজার ক্রেডিট কার্ড রয়েছে। তবে আসলে কোনটি সঠিক তা বোঝা কষ্টকর। তবে, এই কার্ডগুলির মধ্যে বাচাই করে তিনটি প্রধান বিভাগে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। 

১. পুরস্কার ক্রেডিট কার্ড, 

২. কম সুদ এবং ব্যালেন্স ট্রান্সফার কার্ড 

৩. ক্রেডিট-বিল্ডিং কার্ড। 

এই শ্রেণীবিভাগ থেকে পছন্দ অনুযায়ী ক্রেডিট কার্ড বাচাই করা উচিৎ।  

ক্রেডিট কার্ড ব্যবহারের সুবিধা-অসুবিধা 

ঝামেলামুক্ত কেনাকাটার অভিজ্ঞতা

ক্রেডিট কার্ড থাকার অনেক সুবিধা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য সুবিধা হলো এটি দিয়ে কেনাকাটা সহজ এবং সুবিধাজনক। কেনাকাটা করার জন্য আপনাকে আর মল বা দোকানে যেতে হবে না। আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে, আপনি আপনার বাড়ি থেকেই কেনাকাটা করতে পারবেন।  

ক্রেডিট কার্ডের মাধ্যমে মাসিক বাজেটের উপর বোঝা এড়ানো যায়। এমনকি ক্রেডিট কার্ড আপনাকে কম খরচে ইএমআইতে পণ্য এবং কেনাকাটাসহ যাবতীয় পরিষেবা দেয়। আজকাল আরেকটি বিকল্প জনপ্রিয় হলো এখনই কিনুন, পরে পে করুন, যা নির্দিষ্ট মাসিক আয়সহ বেতনভোগী ঋণগ্রহীতাদের জন্য আদর্শ।  

নগদ বহন করার প্রয়োজন নেই

ক্রেডিট কার্ড এমন একটি সহজ পেমেন্ট সেবা যা নগদ অর্থের সর্বোত্তম বিকল্প হিসেবে পরিচিত। কারণ এটি নগদ বহন করার প্রয়োজনীয়তা দূর করে। আপনি যেখানেই যান ক্রেডিট কার্ড গ্রহণ করা হয়। আপনার কাছে নগদ টাকা না থাকলে, আপনি আপনার খরচগুলি কমাতে এবং মাসের শেষে বকেয়া অর্থ পরিশোধ করতে আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন৷ এছাড়া, এটিতে লেনদেন করার প্রক্রিয়া অনেক সহজ।   

ক্রেডিট কার্ড। Image Source: freepik.com

জরুরী অবস্থায় সাথে রাখুন

একটি ক্রেডিট কার্ড হচ্ছে এটি এমন এক ধরনের ঋণ যা আপনার এবং আপনার পরিবারের জন্য জরুরী অবস্থায় খরচ মিটিয়ে সহায়তা করবে। উদাহরণস্বরূপ, আপনি হঠাৎ অসুস্থ হলে চিকিৎসার বিল পরিশোধ করতে আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন। অন্যদিকে এটি আপনার বাড়ির বিল, রেস্টুরেন্টের বিল, মানি ট্রান্সফারসহ চিকিৎসা বিলের জন্য তহবিল-এর ব্যবস্থা করে চিন্তা মুক্ত রাখতে পারে। তবে এটা মাথায় রাখবেন, যে মোটা সুদের চার্জ এবং উচ্চ APR% এড়াতে আপনাকে অবশ্যই সময়মতো পেমেন্ট করতে হবে। 

ক্রেডিট স্কোর উন্নত করে

ক্রেডিট কার্ড ব্যবহার করে স্কোর উন্নত করা যায়। কেউ কেউ আছেন শুধু তাদের ক্রেডিট স্কোর উন্নত করতে ক্রেডিট কার্ড ব্যবহার করেন। ক্রেডিট স্কোর হলো একটি তিন-সংখ্যার ডিজিট।  এই সংখ্যা গুলো  নির্দেশ করে যে আপনি একজন ক্রেডিট প্রাপ্ত যোগ্য ঋণগ্রহীতা কিনা। এটি শুধু নির্দেশনাই নয় এটি ঋণগ্রহীতার যোগ্যতা নির্ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচিত হয়। ক্রেডিট কার্ডের বিল সময়মতো পরিশোধ করলে এটি ক্রেডিট স্কোরের উপর ইতিবাচক প্রভাব ফেলে, যা ভবিষ্যতে ঋণ প্রাপ্তিতে সুবিধা পাওয়া যায়। 

সহজ নগদ উত্তোলন

ক্রেডিট কার্ড থাকার আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো যে এটি আপনাকে যখনই প্রয়োজন হয় তখনই নগদ তোলার জন্য নিরাপদ উপায়ে সহযোগিতা করে। তবে এটা ঠিক যে নগদ তোলার জন্য আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করার সময় একটি ছোট ফি নেওয়া হয় যা আপনাকে আপনার বকেয়া অর্থ পরিশোধ করার সময় বহন করতে হবে। সুতরাং সুবিধা যেমন রয়েছে ঠিক তেমনি বকেয়া পরিশোধ করার চাপও আছে। 

পুরস্কার, ক্যাশব্যাক এবং অফার

সেরা ক্রেডিট কার্ড পুরষ্কার এবং ক্যাশব্যাকসহ প্রয়োজনীয়তার সাথে খাপ খায়। আপনার ক্রেডিট কার্ড প্রদানকারীর উপর নির্ভর করে, আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটার জন্য বিশেষ ছাড়, ক্যাশব্যাক বা পুরস্কার পয়েন্টের একটি হোস্টের সাথে আসে। ক্রেডিট কার্ড পাওয়ার আগে, আপনার প্রয়োজনগুলি মূল্যায়ন করা অপরিহার্য।  

আপনি যদি ঘন ঘন ভ্রমণকারী হন, তাহলে একটি ক্রেডিট কার্ড বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। কারণ এই কার্ডর  বিনামূল্যে বিমানবন্দরের লাউঞ্জ অ্যাক্সেস বা ভ্রমণ বীমা আছে। এছাড়াও, কিছু ক্রেডিট কার্ড রয়েছে যা কেনাকাটা, ভ্রমণের টিকিট এবং বাসস্থানের উপর বিশেষ ছাড় দেয়। 

ক্রেডিট কার্ড ব্যবহারের কিছু অসুবিধা 

এতক্ষন তো ক্রেডিট কার্ডের অনেক সুবিধার কথা জানা হলো। কিন্তু সবকিছুরই ভাল ও খারাপ, দুটো দিকই আছে। ঠিক তেমনি ক্রেডিট কার্ড ব্যবহারের কিছু অসুবিধা রয়েছে সেগুলো সংক্ষিপ্ত আকারে জেনে নেই।  

  • ক্রেডিট কার্ড হাতে থাকলে থাকলে অনেক বেশি শপিং করার প্রবণতা বেড়ে যেতে পারে। তাই প্রয়োজনের চেয়ে বেশি খরচ হতে পারে। 
  • ক্রেডিট কার্ড-এর মাধ্যমে যখন তখন যেসব খরচ করা হয়, ওই খরচ করা টাকার পরিমান পরের মাসের একটি নির্দিষ্টি তারিখের মধ্যে জমা যেভাবেই হোক করতেই হয়। তবে,যদি কোনো কারণে ১ দিন দেরি হয়ে যায় তাহলে ব্যাঙ্ক অনেক টাকা ফাইন এবং সুদ চার্জ করে। 
  • নির্দিষ্ট সময়ের ভেতর টাকা পরিশোধ করতে না পারলে ক্রেডিট স্কোর কমে যাবে। যার ফলে ব্যাংক থেকে লোন পেতে কিছুটা বেগ পেতে হয়।
  • আরো একটি অসুবিধা হলো আপনি যদি এটিএম থেকে টাকা তুলেন তাহলেও ব্যাংক থেকে চার্জ করে টাকা তোলার জন্য।অন্যদিকে, দৈনদিন জীবনে ক্রেডিট কার্ডের মাধ্যমে যখন ইচ্ছে সমস্ত জায়গায় পেমেন্ট করার সুবিধা বর্তমানে নেই।
ক্রেডিট কার্ড। Image Source: freepik.com

ক্রেডিট কার্ডের লিমিট কি?

যে সব প্রতিষ্ঠান যেমন ব্যাংক অথবা যেকোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে যদি ক্রেডিট কার্ড দেয়া হয় তাহলে ওই প্রতিষ্ঠান আপনার ক্রেডিট কার্ডের ওপরে লিমিট বেঁধে দেয়। এককথায় নির্দিষ্ট পরিমান টাকার বেশি খরচ করতে পারবেন না ওই ক্রেডিট কার্ড ব্যবহার করে। যেমন: ক্রেডিট কার্ডের লিমিট যদি ১০ হাজার টাকা হয় তাহলে মাসে ১০ হাজার টাকার বেশি ব্যবহার করা যাবে না। 

একটি ক্রেডিট কার্ড থাকা যেমন একটি নগদ টাকার বিকল্প হিসেবে সংকটের সময় সংকট থেকে মুক্তির একটি নিরাপদ উপায়।  এটি তহবিল অ্যাক্সেস করতে, কেনাকাটা করতে এবং পরবর্তী পর্যায়ে অর্থ পরিশোধ করতে সহায়তা দেয়। সুতরাং আপনি যদি বিচক্ষণতার সাথে এই কার্ড ব্যবহার করেন তাহলে আপনার আর্থিক স্বাধীনতা প্রদান করে।  

 

Feature Image: pixaby.com
References: 

01. Checking Credit Cards. 
02. credit card. 
03. credit-cards-stories.