রমজানের প্রয়োজনীয় কিছু ইসলামিক অ্যাপ

345
0

রমজান মাস প্রত্যেক মুমিন মুসলমানদের জন্য অত্যন্ত বরকতময় ও তাৎপর্যপূর্ন মাস। এই মাসে যত বেশি আমল করা যায় ততই মুমিন-মুসলমানদের জন্য উত্তম। কিন্তু বাস্তবে দেখা যায় কর্মব্যস্ততা বা নানান কাজে মানুষকে বাড়ির বাহিরে কাটাতে হয়।

তবে যুগ পাল্টাচ্ছে সবার হাতে হাতে রয়েছে স্মার্টফোন বা ট্যাবলেট। আর এতে ইসলামিক অ্যাপ ব্যবহার করে রমজান মাসেও ইবাদত করতে পারেন যেকোনো স্থানে বসেই।

ধরুন আপনি রাস্তায় আছেন এবং সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু আপনি নিশ্চিত নন ঠিক কখন আপনার নামাজের সময়। চিন্তা নেই গুগল প্লে স্টোর থেকে পছন্দসই ইসলামিক অ্যাপ ডাউনলোড করে নিন। এই ইসলামিক অ্যাপগুলোতে ইবাদতের জন্য সব প্রয়োজনীয় বিষয়গুলো পেয়ে যাবেন।

এমনকি এই অ্যাপগুলোর সাহায্যে আপনি কোরআন পড়তে পারবেন, রোজার সময়সূচি দেখতে পারবেন এবং সম্পূর্ণ রমজান মাস সম্পর্কিত জানা-অজানা তথ্য পেতে পারেন। এক কথায় রমজান মাস বা সারা বছর জুড়ে পথ প্রদর্শক হিসেবে কাজ করে এই ইসলামিক অ্যাপগুলো।

প্রয়োজনীয় ফিচার নিয়ে ইসলামিক অ্যাপগুলো তৈরি। Image Source: muslimtts.com

মুসলিম প্রো অ্যাপ

প্রথমেই বলি মুসলিম প্রো অ্যাপের কথা। এটি একটি  চমৎকার উপকারী অ্যাপ। এই অ্যাপটি  ইতিমধ্যে বিশ্বব্যাপী মুসলিমদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। যেমন পাচঁ ওয়াক্ত নামাজের সময় হলেই আজান বেজে উঠবে। 

এছাড়া নামাজের সময়সূচী, নামাজ পড়ার পর দু’আ ও জিকর আমল করতে পারেন এই অ্যাপ ব্যবহার করে। এছাড়াও আল্লাহর ৯৯ নাম পড়তে বা অডিও শুনতে পারবেন। কেবলা নির্ধারণের জন্য কম্পাস রয়েছে যা  নামাজের জন্য সঠিক স্থান নির্ধারণ করে দেয়। 

মুসলিম প্রো অ্যাপটি বিশ্বব্যাপী মুসলিম কাছে জনপ্রিয় একটি নাম। Image Source: muslimpro.com

এতে বড় বড় রঙিন থিম রয়েছে, এগুলোতে সঠিক নামাজের সময়গুলো দেয়া আছে। এই অ্যাপ থেকে ভিজ্যুয়াল বা অডিও নোটিফিকেশন যদি চান তাহলে তাও বেছে নিতে পারেন। এতে আরও উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে, যেমন কুরআন পড়ার সময় শুদ্ধ উচ্চারণ করতে রঙিন তাজবিদ।

রোজা, নামায, হজ্জে যাওয়ার গুরুত্বপূর্ণ তথ্য এবং সারা বছরের ক্যালেন্ডারসমূহ। আর প্রতিদিনের রোজার ইফতারের সময় অ্যালার্ট তো আছেই।

দ্বীন অ্যাপ

দ্বীন অ্যাপ এমন একটি ইসলামিক অ্যাপ যা এক জায়গায় একজন মুসলিমের জন্য প্রয়োজনীয় সবকিছু দিয়ে সাজানো হয়েছে। এই অ্যাপটি থেকে প্রতিদিনের দু’আর আমলগুলো করা যায়।

এছাড়া প্রতিদিন পাচঁ বারের নামাজের সময়সূচী মনে করিয়ে দিবে। এতে সময়মতো নামাজ আদায় করা যায়। আরেকটি বিশেষ সুবিধা হলো অ্যাপটিতে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ব্যবহার করা যায়।

ইসলামের সঠিক দিক নির্দেশনা পেতে দ্বীন অ্যাপ অনেক কার্যকর।  Image Source: App Store-Apple

এছাড়াও সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময়ও সঠিক নির্দেশনা পাওয়া যায়। এমনকি নামাজের শুরুর সময় এবং শেষের সময় হোম স্ক্রিনে দেখা যায়। একইভাবে প্রতিদিনের সেহরি এবং ইফতারের সময়ও দেখা যায়। এখানে প্রতিদিন আমল করার জন্য ইংরেজি এবং বাংলা অর্থসহ আরবীতে সমস্ত সূরা পড়া যায়। সকল সূরার অডিও তেলাওয়াত করা ও শোনা যায়।

এই অ্যাপ-এ যেকোনো পৃষ্ঠা থেকে কুরআন শরীফ পড়া যায় এবং প্রয়োজনে জুম ইন, জুম আউট করে তেলাওয়াত শুরু করতে পারেন। আপনি যেকোনো স্থান থেকে এবং দ্রুত কিবলার দিক খুঁজে পেতে পারেন। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় হাদীস আমল করতে এই আ্যপ থেকে উৎসাহ পাওয়া যায়। আরেকটি সুবিধা হলো যেখানেই থাকুন না কেন এক মুহূর্তের মধ্যে মানচিত্রে আপনার নিকটতম মসজিদ খুঁজে দিবে এই দ্বীন আ্যপটি।

কোরআন মাজিদ 

অ্যান্ড্রয়েডের জন্য অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে কুরআন মাজিদ অ্যাপটি। এই আ্যপ থেকে সহজ উপায়ে কোরআন মাজিদ পাঠ করা যায়। সেই সাথে বিশ্ববিখ্যাত কোরআন তেলাওয়াতকারী ইসলামিক স্কলার (আলিম) দ্বারা তেলাওয়াতের অডিও রেকর্ড করা হয়েছে। হাই-রেজ্যুলিউশনে সম্পূর্ণ আরবি পাঠসহ যেকোনো অনুবাদ করেও পড়া যায়।

এই অ্যাপে উন্নত অডিও ব্যবহার করা হয়েছে যাতে ইচ্ছে করলে যেকোন আয়াত বা সূরা মুখস্থ করতে সহজ মনে হবে। এমনকি ভালো মুখস্থের জন্য পুনরাভিত্তি করেও শোনা যাবে।

কুরআন মাজিদ অ্যাপ থেকে কুরআন তিলাওয়াত করে বা অডিও শুনে সূরা মুখস্থ্য শিখতে পারেন। Source : Quran majeed App

এছাড়া খুব সুন্দর করে সাজানো গোছানে থিম রয়েছে। যেমন -সবুজ, নীল, ক্লাসিক-সবুজ, নাইট মোড, হালকা এবং বাদামী। যা অ্যাপের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। আর নামাযের সময় হলে আজানের জন্য অ্যালার্ম বেজে উঠবে। তাছাড়া রমজান মাসে সেহরি এবং ইফতারের সময়সূচি একই অ্যাপ থেকে পাওয়া যাবে। কিবলা কম্পাস ফিচার রয়েছে যা দ্বারা সালাতের জন্য কিবলা দিক খুঁজে পেতে সাহায্য করে।

মুসলিম: রমজান ক্যালেন্ডার, আজান 

সারা বিশ্বের লক্ষ লক্ষ মুসলমানদের কাছে জনপ্রিয়তা পেয়েছে মুসলিম: রমজান ক্যালেন্ডার, আজান এই আ্যপটি। বিশেষ করে রমজান মাসে প্রয়োজনীয় যা খুঁজছেন তা সবই পাবেন এই আ্যপে।

ইফতারের সময়সূচী থেকে শুরু করে সেহরির সময়সূচী সঠিক সময়ে এলার্ম দিয়ে জানিয়ে দিবে। এছাড়া প্রতিদিনের দিনক্ষণ তারিখ রমজান ক্যালেন্ডারে পেয়ে যাবেন। আবার পাচঁ ওয়াক্ত সালাতের সময় হলেই আজান বেজে উঠবে এই আ্যপে। রমজান ক্যালেন্ডার, আজান আ্যপ কিবলা দিক খুঁজে দিতে পারে খুব দ্রুত সময়ের মধ্যেই।   

এই অ্যাপের সাহায্যে অফলাইন মোডেও সমস্ত বৈশিষ্ট্য ব্যবহার করতে পারেন। তেমনই ইসলামিক নিয়ম অনুযায়ী সালাত আদায়ের নিয়মগুলো শিখে নিতে পারেন। আপনি আল্লাহর মহিমান্বিত আসমাউল হুসনা আল্লাহর ৯৯টি নাম জপ এবং জিকির শুনতে পারবেন। আবার প্রতিদিন ইংরেজি এবং আরবি উভয় ভাষায় আয়াত, দু’আ এবং সূরাগুলো তিলাওয়াত করতে পারেন।

মুসলিম:রমাদান ক্যালেন্ডার, আজান অ্যাপটি অনেকগুলো গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে তৈরি। Image Source: Google plays store

এই অ্যাপের বিশেষ সুবিধা হলো ইসলামিক ক্যালেন্ডারের সাথে, ইসলামিক ছুটির দিনগুলি দেখা যায়। যেমন ঈদুল ফিতর, ঈদুল আযহা, লায়লাতুল কদর, আশুরার দিন ইত্যাদি। এছাড়াও প্রতিদিন জিকর বা তাসবিহ জপ করতে রয়েছে জিকর কাউন্টার। আবার ইচ্ছামতো সেগুলোর হিসেব মুছে ফেলতে পারেন।

এখান থেকে আল কুরআন যেমন পড়া যায় তেমনিভাবে বিভিন্ন মুয়াজ্জিনের অডিও তেলাওয়াত শুনেও শিখা যায়। আবার আপনি যেখান থেকে তেলাওয়াত ছেড়েছিলেন সেখান থেকে আবার চালিয়ে যেতে পারেন।

রমজান ক্যলেন্ডার-২০২৩

রমজান হলো ইসলামিক ক্যালেন্ডারের-২০২৩ সালের নবম মাস। আর তাই রমজান ইসলামিক ক্যালেন্ডার- ২০২৩ অ্যাপটি সেরা ইসলামিক বৈশিষ্ট্যগুলি নিয়ে তৈরি। অ্যাপটিতে ইংরেজি ছাড়াও একাধিক ভাষায় ব্যবহার করা যাবে। আর এই অ্যাপ অনেকটা মুসলিম প্রো অ্যাপের মতো। এটি ব্যবহারকারীর বর্তমান অবস্থানের উপর ভিত্তি করে কাজ করে। তাই ব্যবহারকারীরা এই রমজানের সময়সূচী যেকোনো জায়গায় থেকেই জানতে পারেন।

মুসলিম ক্যালেন্ডার -২০২৩ অ্যাপে রমজানের সময়সূচীসহ সারা বছরের নামাজের সময়সূচী পেয়ে যাবেন। Image Source: App Store-Apple

এই অ্যাপ ব্যবহারকারীরা প্রতিটি সালাতের সময় নোটিফিকেশন সেট করতে পারেন। এছাড়াও অ্যাপটির সাহায্যে সেহরি এবং ইফতারের রিমাইন্ডার নোটিফিকেশন সেট করে রাখা যায়। এই অ্যাপের মধ্যে রয়েছে রমজানের সেহরি এবং ইফতারের সময়সূচি। 

অ্যাপে আরও কিছু উল্লেখযোগ্য ফিচার রয়েছে তার মধ্যে অন্যতম হলো আল্লাহর ৯৯ নাম। এছাড়াও রয়েছে  রমজানের সময়সূচি, সেহরি এবং ইফতারের দোয়া, কিবলা কম্পাস ও তারাবির সালাতের নিয়ম। যারা অফলাইনে রমজানের দু’আ শিখতে চান। তাদের জন্য এই অ্যাপ অনেক উপকারী।

এই অ্যাপটির সাহায্যে আরবি অর্থসহ রমজানের দু’আ শিখতে পারবেন। স্পষ্ট আরবি ফন্ট ব্যবহার করা হয় বলে ব্যবহারকারীরা সহজেই এই দু’আগুলো পড়তে পারেন। এছাড়াও বিশেষ একটি ফিচার রয়েছে যা সচরাচর অন্য অ্যাপে পাওয়া যায় না সেটি হলো-জাকাত ক্যালকুলেটর।

এর মাধ্যমে সহজেই জাকাতের হিসাব করে নিতে পারবেন। আধুনিক ইউজার ইন্টারফেস সুবিধা থাকায় রমজান ক্যলেন্ডার-২০২৩ অ্যাপটি ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করবেন রমজানে ইবাদতকারীরা।

 

 

Feature Image: pinterest.com 
References:

01. 10 Best Apps for Ramadan. 
02. 6 Islamic Apps Help Prepare Ramadan03. Eight Apps Muslims Observing Ramadan.