বিশ্বের সেরা ৫টি বিলাসবহুল রিসোর্ট

452
0

ইদানীং বেড়াতে গিয়ে হোটেল বা রিসোর্টে বিলাসবহুল আমেজ উপভোগ করতে চান ভ্রমণকারীরা। তারা শহরের যান্ত্রিক কোলাহল থেকে কিছুদিন নির্বিঘ্নে কাটিয়ে দিতে এই বিলাসবহুল রিসোর্টগুলো বেছে নেন। তাই বিশ্বের নানা প্রান্তে একের পর এক গড়ে উঠেছে নান্দনিক আর বিলাসবহুল রিসোর্ট। তবে মজার ব্যাপার হলো, এই সব রিসোর্টগুলো অত্যন্ত ব্যয়বহুল হলেও সৌখিন ভ্রমণ পিপাসুদের কাছে স্বপ্নের মতো।

আর এইসব স্থানে ভ্রমনকারীরা সময়গুলো দারুণভাবে উপভোগ করেন। কারণ, বেশিরভাগ বিলাসবহুল রিসোর্টই প্রকৃতির কাছাকাছি যেমন পাহাড় আর  সবুজের সাথে আকাশের সাদা-নীল মিলে এক অনন্য চিত্রপটের সৃষ্টি হয়। সাথে ছুঁয়ে দেয়ার জন্য মেঘের দলেরা তো আছেই! বলাবাহুল্য, এই সব রিসোর্টগুলো ঐতিহ্য, প্রকৃতি এবং আধুনিকতার মিশ্রণ ঘটিয়ে  প্রশান্তিময় পরিবেশ তৈরি করে।

তাই দেখা যায়, এই বিলাসবহুল রিসোর্টগুলোর প্রতি পর্যটকদের আকর্ষণ বাড়ছে প্রতিনিয়তই। তেমনি রিসোর্ট কতৃপক্ষেরও চেষ্টা থাকে অতিথিদের সার্বক্ষণিক যথাযথ বিনোদন, নিরাপত্তা ও নানাবিধ সেবা দিয়ে সন্তুষ্ট রাখতে। সারা বিশ্বে অনেকগুলো বিলাসবহুল রিসোর্টের মধ্য থেকে চোখজুড়ানো বিশ্বের ৫টি বিলাসবহুল রিসোর্ট নিয়েই আজকের আলোচনা।

১. দ্য লেগুনা, রিসোর্ট অ্যান্ড স্পা, বালি, ইন্দোনেশিয়া 

দ্য লেগুনা একটি বিলাসবহুল রিসোর্ট ও স্পা যা ইন্দোনেশিয়ার বালির নুসা দুয়ার সবচেয়ে সুন্দর সৈকতে অবস্থিত। মৃদু ঢেউয়ের শব্দ, উপকূলে শান্ত বাতাস আর নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে সময় কাঠানোর জন্য সেরা রিসোর্ট। তাই লেগুনা রিসোর্টটি ভ্রমণকারীদের মন জয় করে নিয়েছে অনেক আগেই।

লেগুনায় রয়েছে লোভনীয় সব সুযোগ-সুবিধা। যেমন রিসোর্ট থেকেই সমুদ্র সৈকত একদম কাছেই এতে  সুবিধা হলো  হেটেঁ হেটেঁই  হোটেল রুম থেকে সৈকতে যাওয়া যায়। এখানে গ্রীষ্মকালীন সময়ে রয়েছে বিশেষ বিশেষ বিনোদনের ব্যবস্থা আর অতিথিদের জন্য তো স্পা ও জিমের ব্যবস্থা রয়েছেই।

লেগুনা রিসোর্ট থেকে সমুদ্রের দৃশ্য।
দা লেগুনা রিসোর্টে সৈকতে বসে খাবার খাওয়া যায়।source:www.thelagunabali.co.id

লেগুনা রিসোর্টটিতে প্রায় ৫০০০ বর্গ মিটার সাঁতারের জন্য সুইমিংপুলসহ প্রতিটি রুমের সাথে লাগোয়া ব্যক্তিগত সুইমিংপুলও রয়েছে। যাতে অতিথিরা সরাসরি রুম থেকেই পুলে সাঁতার কাটতে যেতে পারেন। এছাড়াও ১১টি ভিলা রয়েছে এর মধ্যে বেশিরভাগই ব্যক্তিগত পরিবার নিয়ে উপভোগ করার জন্য তৈরি।

এখানে বিশেষ করে শিশুদের জন্যও আলাদা সুইমিং পুল রয়েছে। এছাড়া বিনোদনের জন্য আরও রয়েছে বোটিং, ফিশিং, সিনেমা জোন এবং খেলাধুলার জন্য রয়েছে আলাদা জায়গা।

দা লেগুনা রিসোর্ট, ইন্দোনেশিয়া।
রুম লাগোয়া সুইমিংপুলে অতিথিরা সারাদিন সময় কাটাতে পারেন। source :Vexplore Toure.com

বিশাল এই রিসোর্টে ২৫৭টি গেস্ট রুম এবং ১৯টি স্যুট রয়েছে। এতে অনেক অতিথি একসাথে রিসোর্টটিতে অবস্থান করতে পারেন। এছাড়াও লেগুনায় আছে তিনটি রেস্তোরাঁ যেখানে আন্তর্জাতিক মানের খাবার পরিবেশন করা হয়।

তবে ইচ্ছে করলেই এখানে অতিথিরা পছন্দমতো খাবাররের অর্ডার করতে পারেন। যদি একটি শান্ত ছায়াময় জায়গায় সময় কাটাতে চান দ্য লেগুনা রিসোর্টটি একেবারেই উপযুক্ত।

২. বানওয়া রিসোর্ট, ফিলিপাইন 

ফিলিপাইনের ম্যানিলায় গড়ে উঠেছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও বিলাসবহুল রিসোর্টটি। এই রিসোর্টের পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে আছে মুগ্ধতা যে কেউ প্রথম দেখার পর বলবে কি দারুণ! কারণ রিসোর্টটিতে সময় কাটানোর সব রকম ব্যবস্থাই করা হয়েছে। তাছাড়া অতিথিদের আনা নেয়া করতে  রিসোর্টে আছে দুইটি ব্যক্তিগত হেলিকপ্টার।

বানওয়া মূলত একটি চমৎকার আইল্যান্ড যা ব্যক্তিগত আইল্যান্ড হিসেবেও পরিচিত। এখানে আগত অতিথিদের উপভোগ্য সময় কাটাতে বানওয়া রিসোর্টে রয়েছে অফুরন্ত সুযোগ। মোট কথা হলো, আস্ত একটা দ্বীপ নিয়েই এই রিসোর্টটি গড়ে উঠেছে। এখানে আগত অতিথিদের এই রিসোর্টকে একেবারে ব্যক্তিগত রিসোর্ট বলেই মনে হবে।

বানওয়া আইসল্যন্ড।
অত্যাধুনিক বিলাসবহুল এই রিসোর্টি মুলত একটি প্রাইভেট আইল্যন্ড। source: www.The sun.com

নান্দনিক এই রিসোর্টে আছে মোট ছয়টি ভিলা, যেগুলোর সাজ-সজ্জায়ও রয়েছে আধুনিকতার ছোঁয়া। প্রতিটি ভিলার রুম লাগোয়া বড় সড় সুইমিংপুল আর সাগর ঘেষা ডেক। সেখানকার খাবার-দাবার ও অতিথিদেরকে আকর্ষণ করে। কারণ রিসোর্টের বেশিরভাগ রেস্তোরাঁয় পরিবেশ করা হয় স্থানীয় তাজা সবজি ও সমুদ্রের মাছ।

অন্যান্য বিলাশবহুল রিসোর্টের মতো বানওয়াতেও আছে স্পা সেন্টার যেখানে অতিথিরা অতিরিক্ত খরচ ছাড়াই তাদের ইচ্ছে মতো সেবা নিতে পারেন। এই রিসোর্টের সব চেয়ে বড় সুবিধা হলো অতিথিরা ইচ্ছে করলেই প্রমোদ তরী নিয়ে বেরিয়ে পড়তে পারেন যখন তখন।

বানওয়া রিসোর্ট -ফিলিফাইন।
বানওয়া রিসোর্টের অতিথিরা ইচ্ছে করলেই বোটিং করতে বেরিয়ে পড়তে পারেন। Source :Destination Delux.

কেউ কেউ আবার টেনিস, গলফ, সার্ফিং বা মরুভূমির আমেজ নিতেও ভুল করেন না। এর পাশাপাশি এখানে আরও আছে স্পোর্টস জোন, ইনডোর গেমস জোন এবং একেবারে ছোটদের জন্য আলাদা কিডস জোন। বানওয়া আইল্যান্ড বা রিসোর্টটি আসলে উচ্চবিত্তদের জন্য বেশি উপযোগী, তবে খুব সৌখিন ভ্রমণকারীরাও চেষ্টা করেন এই রিসোর্টটি জীবনে একবারের জন্য হলেও ঢুঁ মারতে।

এখানে ছয়টি ভিলায় মোট ৪৮ জন মানুষ এক সাথে অবস্থান করতে পারেন। কমপক্ষে তিন দিন বা পাচঁ রাতের জন্য ভাড়া দেয়া এই রিসোর্টটি। ফিলিপাইনের রাজধানী ম্যনিলা থেকে বিমান বা হেলিকপ্টার যোগে এই রিসোর্টটিতে যেতে হয়।

৩. ফোর সিজন বোরা বোরা, ফ্রেঞ্চ পলিনেসিয়া

ঝকঝকে আকাশী নীল জলরাশি আর সূক্ষ্ম সাদা বালির সৈকত এবং জলের উপরে থাকা বাংলো যেন রিসোর্টটি একটি ফরাসি পলিনেশিয়ান স্বর্গ। এটি মূলত বিশ্বের সেরা রিসোর্টগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। কারণ বিলাসিতা, নির্জনতা এবং সেবার জন্য ফোর সিজন বোরা বোরা একটি প্রশান্তিময় স্থান।

একদিকে বিশাল বাংলো অন্যদিকে পাহাড়ের চোখজুড়ানো সবুজ প্রাকৃতিক দৃশ্য আর সাথে হালকা আবেশে ছুঁয়ে দেয়ার জন্য মেঘের দলেরা তো আছেই! উচ্চবিলাসিদের জন্য ব্যক্তিগত সময় উপভোগের জন্য একটি দারুণ ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করে বোরা বোরা রিসোর্টটি।

ফোরসিজন বোরা বোরা রিসোর্ট।
হানিমুনের জন্য ফোর সিজন বোরা বোরা রিসোর্টকে বেচে নেয়  দম্পতিরা  source:Down Under Endeveous.

অন্যান্য বিলাশবহুল রিসোর্টের মতো এখানেও রয়েছে রুম লাগোয়া সুইমিং পুল যাতে অতিথিরা ব্যক্তিগতভাবে পুলে সময় কাটাতে পারেন। এই রিসোর্টটিকে বিশেষ করে নির্জনতার জন্য হানিমুন করতে পর্যটকরা বেছে নেন। তবে বয়স্ক দম্পতিরা ও তাদের বিবাহ-বার্ষিকী এবং জন্মদিন উদযাপন করতে ফোর সিজন বোরা বোরাকে উপযুক্ত বলে মনে করেন।

আরেকটি বিশেষ সুবিধা হলো একটি আ্যপের মাধ্যমেই রুম সার্ভিস বা প্রয়োজনে যেকোন কিছু অর্ডার করা যায়। এছাড়াও আরও আছে স্পা সেন্টার যেখানে অতিথিরা ম্যাসেজসহ যে কোন সেবা নিতে পারেন অনায়াসে।

ফোরসিজন বোরা বোরা রিসোর্ট।
চোখজুড়ানো ফোর সিজন বোরা বোরা রিসোর্টের দৃশ্য।www.agoda.com

অ্যাডভেঞ্চার প্রেমিদের জন্যও ফোর সিজন বোরা বোরা অনেক পছন্দের জায়গা। সবুজ জঙ্গলে মোড়ানো পাহাড়ের গা থেকে উঁকি দিয়ে প্রাসাদসুলভ সাফারি-স্টাইলের তাঁবুগুলি যেন অন্যরকম অনুভূতি জাগায়।

ফোর সিজন বোরা বোরায় রয়েছে হস্তনির্মিত আসবাবপত্র, ক্লোফুট টব, এবং পানির উপরে বিছানাগুলোও অন্যরকম বৈশিষ্ট্য যোগ করে। সহজ কথায় প্রকৃতি ও আধুনিকতার ছোঁয়ায় এই বিলাসবহুল রিসোর্টটি এক অনন্য পরিপূরক।

৪. আরানওয়া প্যারাকাস রিসোর্ট অ্যান্ড স্পা, পেরু

এই মার্জিত রিসোর্টটি পেরুর প্যারাকাস উপসাগরে অবস্থিত। রিসোর্টটি উপকূলের শান্তিপূর্ণ একটি দ্বীপে প্রসারিত যার উপদ্বীপটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দিকে মুখ করা। প্যারাকাসে অনেক কিছু করার আছে, যেমন প্যারাকাস ন্যাশনাল রিজার্ভে স্যান্ডবোর্ডিং থেকে ব্যালেস্তাস দ্বীপপুঞ্জের চারপাশে বোট নিয়ে ঘুরে বেড়ানোর দারুণ সুযোগ রয়েছে।

১২০-রুমের বিশাল প্যরাকাস রিসোর্টটি পরিবারের জন্য একটি দুর্দান্ত সময় কাটানোর জন্য ভাল সিদ্ধান্ত। এখানে শিশুদের ক্লাব এবং বাচ্চাদের বিশালাকার পুলের পাশাপাশি তিনটি রেস্তোরাঁ রয়েছে। যার মধ্যে একটিতে সীফুড স্পট, একটি ইতালীয় ট্র্যাটোরিয়া এবং একটি অনেকগুলো বিকল্প খাবারের অফার দিয়ে থাকে।

আরানওয়া প্যারাকাস রিসোর্ট অ্যান্ড স্পা
আরানওয়া প্যারাকাস রিসোর্ট অ্যান্ড স্পা, একেবারে সমুদ্র কোল ঘেষে গড়ে উঠেছে। source :Tripadvisor.com

এই রিসোর্টে নীল-সাদা রঙের স্কিম রয়েছে যা আশেপাশের সমুদ্র, মরুভূমি এবং আকাশকে এক সাথে প্রতিফলিত করে। রিসোর্টটিতে দুটি বার রয়েছে।

যেখানে পানীয় পরিবেশন করা হয় পাশাপাশি একটি স্পা এবং ২৪ -ঘন্টা ফিটনেস সেন্টারও আছে। এছাড়াও অতিথিদের সময়কে উপভোগ্য করে তুলতে রয়েছে বাইক এবং জল-ক্রীড়া সরঞ্জামের ব্যবস্থা।

প্যারাকাস রিসোর্টের চারদিকে এরকম নান্দনিক দৃশ্য দেখা যায়। source:tripadvisor.com

অসম্ভব মনোরম এই রিসোর্টটিতে আরও আছে ছয়টি স্তরে বিশাল বিশাল কক্ষ। এই কক্ষ্য গুলোর বারান্দার থেকে বাগান বা সমুদ্রের দৃশ্য দেখা যায়। পাশাপাশি রয়েছে আলাদা ঝরনা এবং টবসহ প্রশস্ত বাথরুম। রিসোর্টটি অতিথেয়তার জন্য অনেক সুনাম কুড়িয়েছে।

৫. রয়্যাল মালেওয়ান, সাউথ আফ্রিকা 

রয়্যাল মালেওয়ান দক্ষিণ আফ্রিকার সেরা সাফারি লজগুলির মধ্যে একটি। এই রিসোর্টটি বিশেষ করে বন্যপ্রাণী প্রেমীদের জন্য বেশি পছন্দের জায়গা। আর এখানে বিশ্বের নানা প্রান্তের বিচক্ষণ ধনী ব্যক্তিদের আনাগোনা দেখা যায়। এই রিসোর্টটি থর্নিবুশ গেম রিজার্ভে দর্শনীয় ক্রুগার ন্যাশনাল পার্কের সীমানায় অবস্থিত। যেখানে নানান প্রজাতির বন্যপ্রাণী দেখার সুযোগ পাওয়া যায়।

এই রিসোর্টে রয়েছে আটটি সু-সজ্জিত রুম এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্যুট হেমিংওয়ে।  দুই-বেডরুমের রয়্যাল স্যুটগুলি পরিবারের জন্য উপযুক্ত। আর আছে একটি ছয় বেডরুম বিশিষ্ট ভিলা। এছাড়াও রিসোর্টটি আছে শেফদের জন্য ব্যক্তিগত কক্ষ।

রয়্যাল মালেওয়ান -সাউথ আফ্রিকা।
রয়্যাল মালেওয়ান লজ এ রয়েছে আধুনিক ও প্রাচীন ঐতিহ্যের আসবাব পত্র।source :Tripadvisor. com

রয়াল মালেওয়ান রিসোর্টের ভিতরটি পুরনো দিনের জিনিসপত্র দিয়ে সাজানো। যেমন, প্রাচ্যের পাটি, প্রাচীন জিনিসপত্র, খড়ের ছাদ, এবং মশারি জাল দিয়ে সাজানো হয়েছে। বাইরে আছে ঝরনা এবং ডেকের উপর পুল যা মরুভূমির সাথে মিশে গেছে।

এই রিসোর্টটিতে চাইলেই হাতি এবং অন্যান্য বন্যপ্রাণী চলাচলের দৃশ্য দেখা পাওয়া যায়। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় বিশেষজ্ঞ ট্র্যাকার এবং গাইড অতিথিদের ন্যাশনাল জিওগ্রাফিক-যোগ্য বন্যপ্রাণী বসবাসের এলাকায় ঘুরিয়ে দেখায়। এছাড়া এখানে জিম ও স্পা সার্ভিসগুলো গ্রহণ করা যায়।

রয়্যাল মালেওয়ান -সাউথ আফ্রিকা।
রয়্যাল মালেওয়ান -এভাবেই যখন তখন বন্য হাতির দেখা পাওয়া যায়।Source :Sabi Sand Game Reserve

রয়্যাল মালেওয়ান রিসোর্টটিতে স্যুট এবং আফ্রিকা হাউসে সব বয়সের বাচ্চাদের স্বাগত জানানো হয়, তবে তাদের বয়স অবশ্যই ১০ এর বেশি হতে হবে। যাদের নির্জন শান্ত রিসোর্টে সময় কাটাতে ভাল লাগে আফ্রিকার এই রিসোর্টটি  তাদের জন্য একেবারে চমৎকার একটি রিসোর্ট।

আধুনিকতার দিক দিয়েও অন্যান্য রিসোর্টের চেয়ে কোন অংশে কম নয়। তাই নির্ধিদ্বায় বলা যায়, ব্যস্ত সময় থেকে কিছু দিন দারুণ অবসর কাটাতে সেরা বিলাশবহুল রিসোর্টগুলোর একটি ।

 

Feature image source: The Hotel Guru 
Source :

01. The Top 10 Best Luxury Resorts in the World02. Best Luxury All Inclusive Resorts in the World Cay. 
03. Top 10 Most Expensive Resorts in the World04. Best Resorts in the World. 
05. 6 Luxurious Resorts in the Philippines.