মস্কো: রাশিয়ার রাজধানী

650
0

মস্কো রাশিয়ার রাজধানী, ইউরোপের বৃহত্তম শহর এবং বিশ্বের বৃহত্তম শহরগুলোর মধ্যে একটি। মস্কো ইউরোপের সবচেয়ে জনবহুল শহর। মস্কোর জনসংখ্যা প্রায় ১২ মিলিয়ন, যা রাশিয়ার মোট জনসংখ্যার প্রায় ৭ শতাংশ। ঐতিহাসিকভাবে মস্কো ছিল সোভিয়েত ইউনিয়নের রাজধানী। রাশিয়ার প্রধান পরিবহণ কেন্দ্র, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং বৈজ্ঞানিক সকল ক্ষেত্রে বর্তমানে এই শহরের গুরুত্ব অপরিসীম। তাই আজকে আমরা আলোকপাত করবো, মস্কো রাশিয়ার রাজধানী সম্পর্কে। 

মস্কো শহরের ইতিহাস 

মস্কোর আসল বয়স যে কতবছর সেটা বলা আসলে খুব কঠিন। তবে কিছু পৌরাণিক কাহিনি মতে, সুদূর প্রাচীনাকালে মস্কোর ভিত্তি হয়েছিল। তবে ইপতিয়েভ ক্রনিকল থেকে জানা যায়, ১১৪৭ সালের ৪-ই এপ্রিল রাজকুমার ইউরি ডলগোরুকি এর নেতৃত্বে মস্কোভ নামে একটি শহর গঠন করেন। 

পরবর্তীতে মস্কভা নদীর নামানুসারে মস্কো রাখা হয়। তবে নামের উৎপত্তি নিয়ে বেশকিছু তত্ত্ব বিদ্যামান রয়েছে। মস্কা উপজাতি যারা মস্কভা নদীর তীরে বসবাস করতো। যার ফলে এখান থেকে মস্কো নামটা আসে বলে অনেকে মনে করেন। 

মস্কভা নদীর তীর! Image Source: newworldencyclopedia.org

প্রায় ১৩ শতকের গোড়ার দিকে, প্রথমবারের মতো মস্কো রাজত্বের কেন্দ্রে পরিণত হয়েছিল। ১৫ শতকের প্রথমার্ধের দিকে, শহরটি ধীরে ধীরে আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে লোকেদের কাছে। ১৫ শতকে শেষের দিকে, মস্কো-কে বৃহত্তম রাশিয়া রাজ্যের রাজধানী করা হয় এবং ১৬ শতকের শুরুর দিকে এটি একটি একীভূত রাশিয়ান রাষ্ট্রের রাজধানী হয়। 

তবে জারশাসিত রাজ্যের সময় এটিকে রুশ সাম্রাজ্যে পরিণত করা হয়। তখন সাম্রাজ্যে রাজধানী মস্কো থেকে রাজধানী সরিয়ে সেন্টপিটার্সবার্গে নেওয়া হয়। যার ফলে মস্কো শহরের গুরুত্ব হ্রাস পেতে থাকে। তবে রুশ বিপ্লবের পর মস্কো আবার রাজধানীর মর্যাদা লাভ করে। এই সময় রাশিয়ায় সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের আত্মপ্রকাশ ঘটে।  

১৭৫৪ সালের দিকে, দ্বিতীয় ক্যাথরিনের আদেশে, মাইকেল লোমোনোসভ মস্কো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ধীরে ধীরে মস্কো আধুনিকতার ছোয়া পেতে শুরু করে। কিন্তু ১৮১২ সালের দিকে, মস্কো ধ্বংস স্তুপে পরিণত হয়। নেপোলিয়ন বোনোপাট পুরো শহর দখল করে নেন এবং অধিকাংশ জায়গা আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন তথ্য অনুসারে, প্রায় ৮০% ভবন ধ্বংস হয়ে যায়। এই ক্ষতি কাটিয়ে উঠতে, রাশিয়ার ত্রিশ বছরের ও বেশি লাগে।

১৮৭৫ সালে মস্কো শহরের মানচিত্র! Image Source: mediawiki.middlebury.edu

১৯১৮ সালে, রাশিয়ান সোভিয়েত ফেডারেটিভ সোশ্যালিস্ট রিপাবলিকের রাজধানী করা হয় মস্কোকে। এর ফলে শহরের ইতিহাসে নতুন সোভিয়েত যুগের সূচনা হয়। মস্কো দেশের প্রধান শহর হয়ে ওঠে এবং শহরের গুরুত্ব ব্যাপকভাবে বৃদ্ধি পায়। 

১৯৮০ সালে প্রথমবারের মতো মস্কো অলিম্পিক শহর হয়ে ওঠে। কারণ ২২ তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস এই শহরে অনুষ্ঠিত হয়েছিল। ১৯৯৫ সালে মস্কো নতুন সরকারি প্রতীক পায়, যার মধ্যে রয়েছে অস্ত্রের কোট, পতাকা এবং সঙ্গীত। এছাড়া, ২১ শতকের দিকে, মস্কোতে ২০০৮ সালের উয়েফা চ্যাম্পিয়ন লিগের ফাইনাল সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের আসর হয়। ২০১৮ সালে ফিফা ফুটবল বিশ্বকাপ এর ১২টি ম্যাচ মস্কোতে অনুষ্ঠিত হয়। 

মস্কো শহরের বৈশিষ্ট্য 

মস্কো রাশিয়ার ইউরোপীয় অংশ ওকা এবং ভলগা নদীর মধ্যে অবস্থিত। মোট আয়তন ২,৫৬১ বর্গকিলোমিটার। জলবায়ু মাঝারি মহাদেশীয়, যেমন ভারী তুষারপাত আবার অতিরিক্ত গরম। জানুয়ারী মাসে গড় তাপমাত্রা মাইনাস ৭.২ ডিগ্রি সেলসিয়াস থাকে এবং জুলাই মাসে প্লাস ২০.৪ ডিগ্রি সেলসিয়াস থাকে। 

বর্তমানে শহরটি রাশিয়ান ফেডারেশনের পৃথক ফেডারেল এর মর্যাদা লাভ করেছে। মূলত শহরটি ৬টি বিমানবন্দর, ৯টি রেলওয়ে স্টেশন এবং ৩টি নদী বন্দর দ্বারা বেষ্টিত। এছাড়া মস্কোতে মেট্রো সিস্টেম চালু রয়েছে। 

মস্কো রাশিয়ার বৃহত্তম আর্থিক কেন্দ্র। বলতে গেলে রাশিয়ার প্রায় অর্ধেক ব্যাংক মস্কোতে অবস্থিত। এছাড়া বড় বড় কোম্পানির প্রধান কার্যালয় গুলো মস্কোতে অবস্থিত। খুচরা বিক্রয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হল এই শহর। রাশিয়ায় বিক্রি হওয়া সমস্ত পণ্যের প্রায় ৩০% মস্কো থেকে হয়ে থাকে। তাছাড়া মস্কো একটি বড় বৈজ্ঞানিক কেন্দ্রও বটে। কারণ পারমাণবিক শক্তি, মাইক্রোইলেক্ট্রনিক্স, মহাকাশ অনুসন্ধান এবং অন্যান্য প্রতিশ্রুতিশীল দিকনির্দেশনার মতো অনেকগুলো শাখায় গবেষণা চালাচ্ছে অনেক বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান।

মস্কো শহরের পরিবহন ব্যবস্থা

রাশিয়ার বৃহত্তম পরিবহন কেন্দ্র মস্কো শহরে অবস্থিত। এছাড়া প্রধান বিমানবন্দর যেমন, ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দর, ডোমোদেডোভো আন্তর্জাতিক বিমানবন্দর এবং শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দর সবগুলো মস্কোতে অবস্থিত। 

মস্কো শহরের ভূগর্ভস্থ মেট্রো লাইন! Image Source: neverendingfootsteps.com

শহরটি অন্যান্য দেশের প্রশাসনিক কেন্দ্র এবং সীমান্তবর্তী রাজ্যের সাথে সংযুক্ত করেছে। ১৯৩৫ সাল থেকে, ভূগর্ভস্থ রেলপথ শহরে চালু করা হয়। মোট ১২টি ভূগর্ভস্থ লাইন, সাথে ১৭২টি স্টেশন রয়েছে। বর্তমানে এটি পরিবহনের প্রধান মাধ্যম রাশিয়ার মস্কো শহরে। প্রতিদিন প্রায় ৭ মিলিয়নের বেশি যাত্রী বহন করে এই মস্কো মেট্রো। মস্কো হল ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়ের পশ্চিম টার্মিনাস।

প্রায় ৯,৩০০ কিলোমিটার এলাকা যা ভলাদিভোস্টক পর্যন্ত অতিক্রম করে। মস্কোতে তিনটি মালবাহী বন্দর রয়েছে। পাশাপাশি মস্কোর দূরপাল্লার বাস এবং আন্তঃনগর যাত্রীবাহী বাসের জন্য একটি বাস টার্মিনাল রয়েছে। যেখানে প্রতিদিন প্রায় ২৫ হাজার যাত্রী দূরপাল্লার বাস রুটের সেবা নিয়ে থাকে। এছাড়াও মস্কোতে দুটি যাত্রী টার্মিনাল রয়েছে। প্রথমটি হল দক্ষিণ নদী টার্মিনাল এবং উত্তর নদী টার্মিনাল। ১৯৩৭ সালে নির্মিত, উত্তর নদী টার্মিনাল হল দীর্ঘ পরিসীমা নদী রুটের প্রধান কেন্দ্র। 

মস্কো শহরের শিক্ষাব্যবস্থা 

মস্কোতে ১৬৯৬টি উচ্চ বিদ্যালয় এবং ৯১টি কলেজ রয়েছে। এছাড়া ৬০টি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ২২২টি উচ্চ শিক্ষা এমন বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে বেশ নাম করা বিশ্ববিদ্যালয় হল লোমোনোসভ মস্কো স্টেট বিশ্ববিদ্যালয় যেটি ১৭৫৫ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল।

মস্কো স্টেট বিশ্ববিদ্যালয়! Image Source: ststworld.com

এই বিশ্ববিদ্যালয়ে ২৯ টি অনুষ, ৪৫০ টি বিভাগ, স্নাতক ৩০,০০০ হাজার এবং স্নাতকোত্তর ৭,০০০ ছাত্র রয়েছে। মস্কো স্টেট বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে নয় মিলিয়নের বেশি বই রয়েছে, যা রাশিয়া বৃহত্তম গ্রন্থগুলোর মধ্যে একটি।

মস্কো শহরের আকর্ষণ

মস্কো বিশ্বের বৃহত্তম সাংস্কৃতিক এবং পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি। শহরটিতে অসাধারণ কিছু আকর্ষণীয় স্থান রয়েছে যার মধ্যে ক্রেমলিন, বলশোই থিয়েটার, পুশকিন ফাইন আর্টস মিউজিয়াম এবং ট্রেটিয়াকভ গ্যালারি সবচেয়ে বিখ্যাত।

ওস্তানকিনো টিভি টাওয়ার! Image Source: neverendingfootsteps.com

এছাড়া নোভোডেভিচি মঠ এবং কোলোমেনস্কয় মতো দর্শনীয় স্থানগুলো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে। শুহোভস্কায়া টাওয়ার এবং ওস্তানকিনো টিভি টাওয়ারের হাইপারবোলয়েড নকশা গুলো বেশ দৃষ্টিনন্দনীয়। 

মস্কো শহরের মিডিয়া

মস্কোতে প্রায় সমস্ত রাশিয়ার টেলিভিশন, রেডিও স্টেশন, ম্যাগাজিন এবং সংবাদপত্রের সদর দপ্তর। ইংরেজি ভাষার মিডিয়ার মধ্যে রয়েছে দ্য মস্কো টাইমস, রাশিয়ান ভাষার মিডিয়ার মধ্যে রয়েছে গেজেটা, বিশেষজ্ঞ এবং কমার্স্যান্ট ইত্যাদি এগুলোর সদর দপ্তর মস্কোতে অবস্থিত।  বিশেষজ্ঞ এবং কমার্স্যান্ট হল রাশিয়ার প্রাচীন সংবাদপত্রগুলোর মধ্যে একটি। 

 

Feature Image: neverendingfootsteps.com
References: 

1. The Moscow City. 
2. The Moscow.