২০২৩ সালে বিশ্বের ১০টি শক্তিশালী পাসপোর্ট

729
0

বিদেশ যাবে অথচ পাসপোর্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া বেশ মুশকিল। একটি দেশ থেকে অন্য আরেকটি দেশে ভ্রমণ করতে থাকা মানুষের মাঝে প্রয়োজন হয় সুনির্দিষ্ট একটি পরিচয়পত্র। আর সেই সুনির্দিষ্ট পরিচয় পত্রটিই হচ্ছে পাসপোর্ট। যুগ যুগ ধরেই পশ্চিমা বিশ্ব তথা আমেরিকা, ইংল্যান্ড সহ ইউরোপীয় বিভিন্ন রাষ্ট্রের পাসপোর্টগুলো আলাদা ভাবেই মর্যাদা পেয়ে এসেছে। 

ইউরোপের পাসপোর্টের কথা উঠলেই মনে হয় এটি অনেক শক্তিশালী। অবশ্য এর কারণও আছে। এর পেছনের মূল কারণটি হলো, শক্তিশালী কূটনৈতিক সম্পর্কের কারণে এসব দেশের পাসপোর্ট ব্যবহার করে সহজেই বহু দেশে প্রবেশাধিকার বা অবস্থান করার অনুমতি পাওয়া যায়। আর এজন্য দরকার পরে না কোন ধরনের ভিসার। অবাক হওয়ার কিছুই নেই, এটাই সত্যি। 

বর্তমানে সারাবিশ্ব জুড়ে ১৯৫টি স্বীকৃত রাষ্ট্র রয়েছে। সম্প্রতি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন ও দ্য হেনলি পাসপোর্ট ইনডেক্স প্রতি বছরের মতো এই বছরও প্রকাশিত করেছে বর্তমান সময়ের অর্থাৎ, ২০২৩ সালের মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টগুলোর তালিকা। 

এবং যে তালিকায় প্রায় ১৮৩টি দেশের প্রবেশাধিকার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তথা আমেরিকার পাসপোর্ট আছে ৭ম অবস্থানে! বাংলাদেশের পাসপোর্ট কত নাম্বারে আছে? নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে তাই না। আর শীর্ষেই বা আছে কোন দেশটি? তাহলে চলুন জেনে আসি বিশ্বের শক্তিশালী ১০ টি পাসপোর্টের তালিকা: 

শক্তিশালী পাসপোর্টের তালিকা। Image Source: handyvisa.com

সর্বমোট ১৮৩টির মতো দেশে প্রবেশাধিকার নিয়ে যৌথভাবে দশম অবস্থানে আছে দুটি ইউরোপীয় দেশ। সেগুলো হলো স্লোভাকিয়া, লিথুনিয়া। এই দুই দেশের পাসপোর্ট থাকলে ১৮৩টি দেশের মতো যে কেউ ভ্রমণ করতে পারবে। 

নবম স্থানে আছে হাঙ্গেরি ও পোল্যান্ড। সর্বমোট ১৮৪টি দেশের মতো প্রবেশাধিকার নিয়ে যৌথভাবে নবম অবস্থান দখল করে আছে এই দুটি দেশ।

এদিকে সর্বমোট ১৮৫টি দেশের প্রবেশাধিকার নিয়ে যৌথভাবে অষ্টম অবস্থানে আছে মোট চারটি দেশ। সেগুলো হচ্ছে পশ্চিমা দেশ অস্ট্রেলিয়া, গ্রিস, মাল্টা এবং কানাডা।  

তালিকার সপ্তম স্থানে আছে যৌথভাবে ছয়টি দেশ। সেগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্র তথা আমেরিকা, সুইজারল্যান্ড, বেলজিয়াম, নরওয়ে, নিউজিল্যান্ড এবং চেক রিপাবলিক। এই ছয় দেশ সর্বমোট ১৮৬টি দেশে প্রবেশাধিকার নিয়ে যৌথভাবে সপ্তম অবস্থান দখল করেছে। 

তালিকার সপ্তম স্থানে আছে যৌথভাবে ছয়টি দেশ। Image Source: foxnews.com

তাছাড়া, সর্বমোট ১৮৭টি দেশের প্রবেশাধিকার নিয়ে ধারাবাহিকতা বজায় রেখে যৌথভাবে ষষ্ঠ অবস্থানে আছে ইউরোপের চারটি দেশ। দেশগুলো হচ্ছে ফ্রান্স, আয়ারল্যান্ড, পর্তুগাল ও ইংল্যান্ড। 

তালিকার পঞ্চম স্থানে আছে ইউরোপিয়ান চারটি দেশ। দেশগুলো হচ্ছে অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও সুইডেন। এই চারটি দেশের পাসপোর্ট কারো থাকলে তিনি সর্বমোট ১৮৮টি দেশে প্রবেশ করতে পারবে। 

সর্বমোট ১৮৯টি দেশে প্রবেশাধিকার নিয়ে যৌথভাবে তালিকায় চতুর্থ অবস্থানে আছে ইউরোপিয়ান তিন দেশ। সেগুলো হলো ইতালি, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড।

এদিকে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোপের দুটি দেশ যথা জার্মানি ও স্পেন। সর্বমোট ১৯০টি দেশের প্রবেশাধিকার নিয়ে যৌথভাবে তৃতীয় অবস্থানে আছে ইউরোপের দুটি দেশ।

দ্বিতীয় অবস্থানে যৌথভাবে আছে এশিয়ান দুই দেশ। এগুলো হলো সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া। সর্বমোট ১৯২টি দেশের মতো প্রবেশাধিকার নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে আছে এশিয়ান দেশ।  

এবং তালিকার শীর্ষ এবং প্রথম স্থানে রয়েছে জাপানের পাসপোর্ট। এদেশের পাসপোর্ট এতটাই শক্তিশালী যে সর্বমোট ১৯৩ টি দেশে প্রবেশাধিকার নিয়ে প্রথম অবস্থানে আছে। 

জাপান আছে এক নাম্বার অবস্থানে। Image Source: travelandleisureasia.com

এদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল রয়েছে ১০৩তম স্থানে পাকিস্তান ১০৬তম স্থান ও আফগানিস্তান আছে ১০৯তম স্থানে। আর এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপ। এই সূচকে ৬১তম স্থানে থাকা মালদ্বীপের নাগরিকগণ ৮৯টি দেশে ভিসামুক্ত অথবা অন অ্যারাইভাল ভিসায় অনায়াসেই ভ্রমণ করতে পারবেন। 

ভারত এই তালিকায় ৮৫তম স্থান দখল করে রয়েছে। ভারতের নাগরিকরা ভারতীয় পাসপোর্ট নিয়ে বিশ্বের ৫৯টি দেশে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারবেন। এদিকে গত বছর অর্থাৎ, ২০২২ সালের তুলনায় একধাপ উন্নতি ঘটেছে ভুটানের। তারা ৯০তম স্থানে আছে ভুটানের নাগরিকরা মোট ৫৩টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। 

আর এই সূচক অনুযায়ী শক্তিশালী পাসপোর্টের একেবারে তলানিতে বা শেষ স্থানে যথাক্রমে আছে আফগানিস্তান। যার স্থান ১০৯তম। এছাড়াও, ইরাক আছে ১০৮তম স্থানে, সিরিয়া আছে ১০৭তম স্থানে পাকিস্তান আছে ১০৬তম ও ইয়েমেন আছে ১০৫তম স্থানে। 

অনেক দেশেই অন এরাইভাল ভিসার ব্যবস্থা আছে। Image Source: godigit.com

একটি পাসপোর্ট দিয়ে ঠিক কত দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা যায়, সেই তথ্যের ভিত্তিতে শক্তিশালী পাসপোর্টের এই সূচক প্রতিবছর তৈরি করে দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স। 

বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণের কাগজপত্রের সহজলভ্যতা ও ভিসা প্রক্রিয়ার ঝামেলামুক্ত ভ্রমণ সুবিধা বিবেচনায় নিয়ে এই তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের গবেষণা বিভাগ হেনলি পাসপোর্ট ইনডেক্স। এর আগে করোনা মহামারীর কারণে নতুন এ তালিকা প্রকাশের আগে বিশ্বব্যাপী ভ্রমণের ওপর চলমান অস্থায়ী বিধিনিষেধগুলোকে বিবেচনায় নেয়নি সংস্থাটি। 

 

 

 

Feature Image: skabash.com 
References: 

01. The World’s Most Powerful Passports in 2023. 
02. the most powerful passports in the world in 2023.