জহুর উল হক, লিসবন পর্তুগাল:
পর্তুগালের রাজধানী লিসবনের স্থানীয় একটি হল রুমে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মবাৰ্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়৷
প্রধান সচিব হাসান তাোহিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথী ছিলেন মান্যবর রাষ্ট্রদূত রুহুল আমিন সিদ্দিক। অনুষ্ঠানের সাৰ্বিক তত্বাবধানে ছিলেন রাষ্ট্রদূত পত্নী রীমা আরা এবং সহযোগীতায় ছিলেন দূতাবাসের কৰ্মকৰ্তা কর্মচারীবৃন্দ৷
অনুষ্ঠান দুটি পর্বে বিভক্ত ছিল৷ ১ম পর্বে শিশুদের চিত্ৰাঙকন প্রতিযোগীতা ও শিশুদের ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় শিশুরা মার্বেল দৌড়, বিস্কুট দৌড়, বল নিক্ষেপ ও টার্গেট নিক্ষেপ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে৷
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ২য় পর্বের অনুষ্ঠান শুরু হয়৷ এ সময় রাষ্ট্রদূত অনুষ্ঠানে আগত শিশুদের, বঙ্গবন্ধুর উপর রচিত বিভিন্ন গ্রন্থ সর্ম্পকে অবহিত করেন৷
এর পর বঙ্গবন্ধুর উপর রচিত কবিতা ও ছড়া পাঠ করা হয়। কবিতা আবৃত্তি করেন কবি মোর্শেদ কমল ও কবি সর্দার রায়হান, এছাড়া শিশুরা ছড়া পাঠ করে ৷
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুরুষ্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে রাষ্ট্রদূত তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আজকের শিশুরাই আগামি দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের সেনারা বাংলা গঠনে ভূমিকা রাখবে৷ আগত অতিথিদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন ২০২০ সালে বঙ্গবন্ধুর শততম জন্মবাৰ্ষিকি পালিত হবে৷ জাতির পিতা সর্ম্পকে আপনিও জানবেন এবং অন্যদের বিশেষ করে শিশুদের জানানোর চেষ্টা করবেন ৷
অনুষ্ঠান শেষে আপ্যায়ন এর ব্যবস্থা করা হয়।