ফয়সাল আহাম্মেদ দ্বীপ, প্রাগ চেক রিপাবলিক থেকেঃ
পাহাড়, নদী, ঝড়নার অপূর্ব সংমিশ্রন আর খনিজ পদার্থের প্রাকৃতিক, নৈস্বর্গিক সৌন্দর্যের অপরূপ লীলা ভূমি চেক রিপাবলিক ।
ইউরোপের ছোট্ট এই শান্তিপূর্ণ দেশ যেখানে ভিন্ন জাতী গোষ্ঠীর সাথে প্রবাসী বাংলাদেশীরাও বসবাস করে আসছেন ।
লাল সবুজের পতাকার ভিত মজবুত করছেন । নিজে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি অবদান রাখছেন জাতীয় অর্থনীতিতে ।
চেক রিপাবলিকের রাজধানী প্রাগ । প্রবাসী বাংলাদেশীদের বড় একটা অংশ বাস করেন এই শহরে। বলা হয়ে থাকে তিন থেকে চারশত জন প্রবাসী বাংলাদেশী রয়েছে এই দেশটিতে ।
গতকাল সোমবার কমিউনিটি উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা নিয়ে এক মতবিনিময় সভা ও নৈশ ভোজ অনুষ্ঠিত হয়। প্রাগের পালমোভকার স্থানীয় রেষ্টুরেন্ট কারি হাউজে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন , অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি এবং বাংলাভিশনের ইউরোপ প্রতিনিধি ফয়সাল আহাম্মেদ দ্বীপ ।
কমিউনিটির প্রবীন ব্যক্তি বিশিষ্ট ব্যবসায়ী মামুন হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন , রফিকুল ইসলাম, ইউনুছ মোহাম্মদ, শিরিন আক্তার, খাদিজা সুলতানা মুন্নী, আয়েবা সিদ্দীকা মলি, শেখ আবু হানিফ, বাদল মিয়া, মিলন, নয়ন, অপু সহ আরো অনেকে।
এসময় ফয়সাল আহাম্মেদ দ্বীপ বলেন , সাংবাদিকরা হলেন একটা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ । সাংবাদিকরাই পারেন কমিউনিটি উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা রাখতে । তিনি বলেন, কালো আইনের মাধ্যমে সাংবাদিকদের গ্রেফতার, হয়রানি করে নির্ভিক সাংবাদিকতার পথ রুদ্ধ করা হচ্ছে এতে রাষ্ট্রই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্থ হবে।এই আইনের ফলে কালোবাজারী, দূর্নিতীবাজরা উৎসাহিত হবে, নানা অপরাধের সংঙ্গে জড়িয়ে রাষ্ট্রের সার্বিক উন্নয়নে বাধাগ্রস্থ করবে।
এসময় তিনি , গ্রেফতারকৃত সাংবাদিকদের মুক্তির দাবি জানান এবং নিষিদ্ধ কালো আইন বাতিলের দাবি জানান।
পরে সবাই নৈশ ভোজে অংশ নেন।