৫২বাংলা টিভি তৃতীয় বর্ষে পদার্পণ

৫২বাংলা টিভি তৃতীয় বর্ষে পদার্পণ

৫২বাংলা টিভি তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠান গত রোববার ১৬ ফেব্রুয়ারি প্যারিসে অনুষ্ঠিত হয়।

প্যারিসের বাঙালিপাড়াখ্যাত গার দো নঘদের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার উল্লেখযোগ্যসংখ্যক সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ যোগদান করেন।

অতিথিরা ৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং এর বিজয়কে ৫২-র ভাষা আন্দোলনের বহুমাত্রিক শক্তির অন্যতম ফসল উল্লেখ করে বলেন, ৫২ হচ্ছে বাঙালির জাতীয় জীবনের সেই সুফলা বীজ যা রোপিত হয়েছিলো বলেই আজ বাংলাদেশ ও বাঙলা ভাষা বিশ্ববাসীর কাছে এক স্বাতন্ত্র্যিক মর্যাদায় উচ্চকিত। আলোচকবৃন্দ ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কবি সাংবাদিক ফায়সাল আইয়ূব এর মেয়ে মাহনূর সাফার হাতে চাকু ধরিয়ে অতিথিরা কেক কাটেন। তখন এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

মনোজ্ঞ অনুষ্ঠানটি উপস্থাপন করেন ৫২বাংলা টিভির ফ্রান্স ব্যুরো প্রধান এনায়েত হোসেন সোহেল।

উল্লেখ্য, ইউটিউবভিত্তিক এ টিভি চ্যানেলটি ২০১৮ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে। এতে প্রধানত ইউরোপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির খবরাখবর তুলে ধরা হয়।

ফায়সাল আইয়ূব, প্যারিস, ফ্রান্স ।