সংগীত শিল্পী আরিফ রানার পরিচালনায় আসছে কাব্য কামরুলের পুঁথি *মা*

সংগীত শিল্পী আরিফ রানার পরিচালনায় আসছে কাব্য কামরুলের পুঁথি  *মা*

প্রবাসীদের মায়ের শূন্যতাকে লালন করে পুঁথিশিল্পী কাব্য কামরুল তার আপন আলোয় মায়ের শূন্যতা ফুটিয়ে তুলেছেন মা নামের পুঁথিতে। আমার মন ভালো না, কেউ বুঝেনা, বুঝে আমার মায়ে। আমি থাকি প্রবাসে, মা যে থাকে গায়ে, মাকে মনে পড়ে। কথা গুলো প্রতিটি প্রবাসী হৃদয়ে লুকিয়ে থাকা ব্যথার প্রতিচ্ছবি। পুঁথিটি প্যারিসের মাল্টিডাইমেনশন স্টুডিওতে রেকর্ড করা হয়েছে মা পুঁথিতে সংগীত পরিচালনা করেছেন আরিফ রানা। সংগীত পরিচালক বলেন, এই পুঁথিটিতে দর্শকেরা গতানুগতিক বাদ্যযন্ত্র ছাড়াও আরো কিছু ভিন্নধর্মী বাদ্যযন্ত্রের সংমিশ্রণ দেখতে পারবেন। আমি মনে করি, এই পুঁথিটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।

আমাদের প্যারিস ডটকমের ব্যানারে কাব্য কামরুলের পুঁথি মা শিগ্রহী “The Creative Factory” ইউটিউব চ্যানেলে মুক্তি হতে যাচ্ছে।

মিউজিক ভিডিওটি প্যারিসের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে।। ভিডিওটি পরিচালনা করেন সৈয়দ সাহিল ও মোফাজ্জাল হোসেন অপূর্ব। ডিজাইন ও এডিটিং এর কাজ করেন রিয়াদ হাসান হৃদয়।