লিসবনে কমিউনিটি উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা

লিসবনে কমিউনিটি উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা

পর্তুগালের রাজধানী লিসবনে কমিউনিটি উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে পর্তুগাল মাল্টিকালচ্যারাল অ্যাকাডেমির হল রুমে সম্প্রতি এ সভা হয়।

প্রধান অতিথি ছিলেন সান্তা মারিয়া।বিশেষ অতিথি ছিলেন লিসবনের কাউন্সিলর রানা তসলিম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রচার সম্পাদক ও সাংবাদিক মো. রাসেল আহম্মেদ। উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রনি মোহাম্মদ এবং নাঈম হাসান পাভেল।

আরো বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব তাহের আহমেদ, শাহীন সায়িদ, সরদার আহমেদ রায়হান, মিজানুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা কমিউনিটি উন্নয়নে সাংবাদিকদের নানান ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং কমিউনিটির উন্নয়নে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন। উপস্থিত বক্তারা সামনের দিনগুলোতে সংবাদ কর্মীদের সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন।

সূত্রঃ যুগান্তর।
লিখেছেনঃ মো. রাসেল আহম্মেদ, পর্তুগাল।