নতুন প্রজন্মকে দেশীয় কৃষ্টি কালচার সংস্কৃতি সাথে পরিচয় করিয়ে দিতে খোলা মাঠে আয়োজন করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও বনভোজন।
বিয়ানী বাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের উদ্যোগে প্যারিসের পার্ক লা-কর্নভের খোলা মাঠে অনুষ্ঠিত হয় এই আয়োজন।
শিশুদের চিত্রাংকন, দৌড়, মহিলাদের বালিশ বদল, দৌড়, পুরষদের রশি টান সহ নানা আয়োজনে দিনভর মেতে থাকেন বিয়ানী বাজার বাসী ছাড়াও প্রবাসী বাংলাদেশীরা।
আগতদের ধন্যবাদ জানিয়ে আয়োজকরা জানান এ ধরনের আয়োজন নুতন প্রজন্মকে উৎসাহ যোগাবে।
পরে পুরষ্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সুহেল আহমদ এর সভাপতিত্বে সাধারন সম্পাদক জামাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি বাবর হেসেন, সহ সভাপতি মনন উদ্দিন, কোষাদক্ষ সায়েক আহমদ, সাবেক সভাপতি হেলাল আলি বুরহান, সাবেক সাধারন সম্পাদক সুমন আহমদ, প্রধান উপদেষ্টা সোনাম উদ্দিন খালিক, উপদেষ্টা আব্দুর রাজক উপদেষ্টা, আবুবককর, জবরুল ইসলাম লিটন, আবদুল মুকিত, মিজানুর রহমান, রুকন উদ্দিন, কলিম উদ্দিন, সুমন আহমদ, নুমান আহমদ আলম, হেলাল উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি জয়নুল আবেদিন, বিশেষ অতিথি ছিলেন হাসান সিরাজ , সেলিম ওয়াদা সিলু, ফয়সল উদ্দিন , বেলাল আহমদ, আবদুল্লাহ আল তায়ফ, জাকির হেসেন, মাছুম আহমদ, সাদিক আহমদ, শাহ হাসান, হুুসমেন, মুতালিব খান, মামুন মিয়া, সরফ উদ্দিন সপন, আশারফ উদ্দিন প্রমূখ।বক্তারা এ ধরনের উদ্যোগের জন্য আয়োজকদের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রবাসে নীজ দেশের সংস্কৃতি লালনে বিয়ানী বাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতি প্রতিবছর যে আয়োজন করে থাকে এতে আমাদের নতুন প্রজন্ম নীজ দেশের কৃষ্টি কালচার সম্পার্কে জানতে পারে। মোহাম্মদ নূরুল আলম , প্যারিস।