ফ্রান্স বাংলাদেশ কালচারাল এসোসিয়েশন এর যাত্রা শুরু

ফ্রান্স বাংলাদেশ কালচারাল এসোসিয়েশন এর যাত্রা শুরু

ফয়সাল আহাম্মেদ দ্বীপ, ফ্রান্স থেকেঃ

শিল্প সাহিত্য সংস্কৃতির নগরী প্যারিসে এক ঝাক মেধাবী তরুণ সংস্কৃতিকর্মীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ফ্রান্স বাংলাদেশ কালচারাল এসোসিয়েশন নামে নতুন একটি সাংস্কৃতিক সংগঠনের আত্বপ্রকাশ ঘটেছে।

প্যারিসের স্থানীয় একটি ক্যাফে রেস্তুরায় এই উপলক্ষে একটি আলোচনা সভা হয়। এতে ভিকি রায়কে সভাপতি নিশিতা নিপা বড়–য়াকে সাধারন সম্পাদক ডিজে রাফিকে সাংগঠনিক সম্পাদক করে বেশ কয়েকটি গুরত্বপূর্ণ পদের দায়িত্ব বন্টন করে কমিটির নাম ঘোষনা করা হয়।

কমিটির বাকি সদস্যরা হলেন, যুগ্ম সাধারন সম্পাদক অয়ন শাহ পরান, যুগ্ম সম্পাদক ইমতিয়াজ রনি, সাংস্কৃতিক সম্পাদক তাহসিন কামিল, মিষ্টি গোমেজ, প্রচার সম্পাদক রেহান মারফি, তথ্য ও গবেষনা সম্পাদক ইলিয়াস খান, তাহমিনা ইয়াছমিন।

এছাড়াও বলা হয়েছে অল্প কিছু দিনের মধ্যে বাকি সদস্যদের অন্তুর্ভূক্তি করে সংগঠনের কার্য্যক্রমকে আরো গতিশীল করা হবে।

এই সংগঠন মূলত সংস্কৃতি বিকাশ , আবহমান গ্রাম বাংলার কৃষ্টি কালচার মূল ধারার সামনে তুলে ধরে নতুন প্রজন্ম এবং মূল ধারার মধ্যে অনবদ্য এক সেতু বন্ধন হিসাবে কাজ করবে।

পাশাপাশি নিজেদের মধ্যে ঐক্য রেখে প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতিমূখী করে তুলতে এই সংগঠন বদ্ধ পরিকর বলে জানান নব নির্বাচিত নতুন নেতৃবৃন্দ।