অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা) মহাসচিব কাজী এনায়েত উল্লা ইনুর ‘বিশ্বপ্রবাস’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। আয়েবা সদর দফতর প্যারিসে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
এ অনুষ্ঠানে লেখক ও আবৃত্তিকার রবিশঙ্কর মৈত্রীর সঞ্চালনায় বক্তব্য দেন- আয়েবা ভাইস প্রেসিডেন্ট ফখরুল আকম সেলিম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের আহ্বায়ক ছালেহ আহমেদ চৌধুরী, চিত্রশিল্পী শাহাদাত হোসেন, ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক টি এম রেজা প্রমুখ বক্তব্য দেন।
২০১৯ অমর একুশের বই মেলায় প্রকাশিত কাজী এনায়েত উল্লার লেখা বিশ্বপ্রবাস। সোহরাওয়ার্দী উদ্যোনে শব্দশৈলী প্রকাশনের ৪০১ ও ৪০৪ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। জানা যায়, বাংলাদেশ ছাড়াও প্যারিস, ইউরোপ, আমেরিকাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনলাইন থেকেও পাঠক বইটি সংগ্রহ করতে পারবেন।
এ ব্যাপারে কাজী এনায়েতুল্লাহ জানান, এই বইটি নির্দেশনামূলক। এটি শুধু প্রবাসীদের জন্যই নয়, আশা করি সকল শ্রেণির পাঠকই সাহস ও প্রেরণা খুঁজে পাবেন বইটিতে। একজন ব্যক্তি থেকে সমষ্টিতে উন্নীত হবার প্রেরণা যোগাবে এ বই। কথা ও কাহিনি, সংগঠক ও নেতার আত্মনির্মাণের প্রসঙ্গ বেশ গুরুত্বসহ তুলে ধরা হয়েছে।
তিনি আরও জানান, জীবনবাদী শিল্পী মাক্সিম লো ফরেস্টির গানের কথা ছাড়াও রয়েছে বিশ্বজয়ী আলেকজান্ডার দ্য গ্রেটের কথা। ‘বিশ্বপ্রবাস’ বইয়ের প্রচ্ছদ করেছেন সোহেল আনাম। লেখক বইটি তার বাবা মাকে উৎসর্গ করেছেন।
জমির হোসেন, ইতালি