ফ্রান্সের প্যারিসে বাংলাদেশি কমিউনিটি ও প্রবাসীরা প্রত্যেক ক্ষেত্রে তাঁদের সফলতার সাক্ষর রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় ফরাসি ভাষার শিক্ষা ও রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আইনগত সেবা দানকারী প্রতিষ্ঠান ফ্রঁসে আভেক রাব্বানী তাঁদের সুপরিসর ৩২০ স্কয়ার মিটারের দ্বীতল নিজস্ব কর্পোরেট অফিস উদ্বোধন করেছে।
প্যারিসের ওভারভিলাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের ও ফরাসি আইনজীবীদের উপস্থিতে ফিতা কেটে নতুন ভবনের উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক প্রফেসর ড. মাহমুদ শাহ কোরেশী। আরও উপস্থিতি ছিলেন প্যারিস বারের আইনজীবী কারিনা কোস্তা, ইনালকোর প্রফেসর জেরেমি কোদরোঁ, ফরাসী চলচ্চিত্র নির্মাতা ইজাবেল তুনেস ,আনাতোল ফ্রস কলেজের প্রফেসর তমা আইয়ের ও প্রফেসর মাদাম ল্যো কর, ফ্রান্সে শরণার্থী সংগঠন ইউনাইটেড মাইগ্রেন্টের সভাপতি রমা প্রুনিয়ে হাসনাত, ঢাকা ইউনিভার্সিটির ফরাসি ভাষার সাবেক অধ্যাপক সাহিদা হিরেন, ফ্রান্স জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী মেনেলাস কোসাদীনোস, সরবন ইউনিভার্সিটির সোশালিস্ট পার্টির ছাত্র সংগঠন GSU (Groupe socialiste Universitaire) এর প্রেসিডেন্ট আবির এডাম, TEDx Saclay এর কর্মকর্তা পেনেলপ, ইপিবিএ ফ্রান্স সভাপতি ফারুক খাঁন প্রমুখ ।
উদ্বোধনের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় প্রতিষ্ঠানের পরিচালক কৌশিক রাব্বানী ফ্রান্স প্রবাসীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, ফ্রঁসে আভেক রাব্বানী প্রবাসীদের সমস্যা সমাধানে সর্বদা আন্তরিক। নবাগত প্রবাসীদের যেকোন সমস্যা সমাধানে এ প্রতিষ্ঠান অভিভাবকের ভূমিকা পালন করবে।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন।