ফ্রান্সে বসবাসরত কুমিল্লা জেলা বাসীদের নিয়ে গঠন করা হয়েছে কুমিল্লা জেলা সমিতি ফ্রান্স। এতে সভাপতি হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সাত্তার আলী সুমন (শাহআলম) এবং সাধারন সম্পাদক নাসির আহম্মেদ।
শনিবার প্যারিসের গার-দো-নর্দের স্থানীয় এক হল রুমে কুমিল্লা মহানগর এসোসিয়েশনের প্রধান উপদেষ্ঠা মোহাম্মদ আলী ভুট্টুর সভাপতিত্বে সাংবাদিক ফয়সাল আহাম্মেদ দ্বীপের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি বেনজির আহাম্মেদ সেলিম। বিশেষ অতিথি ছিলেন পরিবেশবিদ ডঃ কামরুল হাসান, বৃহত্তর কুমিল্লার সাংগঠনিক সম্পাদক আমিন খান হাজারী, যুগ্ম সম্পাদক কৃষক আব্দুল কাইয়ূম সরকার, হারুনুর রশিদ, স্বরলিপি শিল্পি গোষ্ঠীর সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, নারী নেত্রী শামীমা আক্তার রুবি, ব্যবসায়ী বাকি বিল্লাহ খোকন, আরমানুজ্জামান, মাহমুদুল হাসান, মাসুদ আরমান রানা।
এছাড়াও বক্তব্য রাখেন, সাংবাদিক খালেদ গোলাম কিবরিয়া, সানিম মোহাম্মদ, গোলাম রসুল রুবেল, শফিকুল ইসলাম প্রমূখ।
বক্তারা দেশ ও প্রবাসে সমান তালে কুমিল্লার উন্নয়নে অনবদ্য ভূমিকা রাখার উপর জোর দাবি জানান। পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে কুমিল্লা প্রবাসী বিশাল জনগোষ্ঠীর অবদানের কথা উল্লেক করে বলেন, বাংলাদেশের ইতিহাস সংগ্রামে কুমিল্লার মানুষের অবদান থাকা সত্বের বর্তমান সময়ে কুমিল্লা একটি অবহেলিত জেলা হিসাবে সকলের কাছে পরিষ্কার, কেননা কুমিল্লার নামে বিভাগ হচ্ছে না, বিমান বন্দর থাকা সত্বেও তা চালু হচ্ছে না তাই দলমত নির্বিশেষে আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি মাত্র। লেখাঃ মোহাম্মদ নুরুল আলম।