অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বহুল প্রতিক্ষিত অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে । ইতালীর রাজধানী রোমের স্থানীয় এক হল রুমে ইউরোপের বাংলা মিডিয়ার সাংবাদিকদের সর্ব বৃহৎ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এতে বাংলা ভিশন ইউরোপ প্রতিনিধি ফয়সাল আহাম্মেদ দ্বীপকে সভাপতি এবং ইতালী যুগান্তর প্রতিনিধি জমির হোসেনকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
কমিটি অন্যান্য সদস্যরা হলেন , সিনিয়র সহ সভাপতি- মিরন নাজমুল (জাগো নিউজ, বার্সেলোনা), সহ সভাপতি- রিয়াজ হোসেন (চ্যানেল এস, ইতালী), সহ সভাপতি- মিনহাজুল আলম মামুন (এটি এন বাংলা, মাদ্রিদ) , সহ সভাপতি – মাহবুব সুয়েদ (বাংলা পিটি পর্তুগাল) , সহ সভাপতি- ফারুক আহাম্মেদ মোল্লাহ (এনটিভি, বেলজিয়াম), সহ সভাপতি – নুরূল ইসলাম (নয়া দিগন্ত ফ্রান্স) , সহ সভাপতি – আখি সীমা কাওসার ( লন্ডন টাইমস , ইতালী) , যুগ্ম সম্পাদক- হাবিবুল্লাহ বাহার ( এনটিভি, জার্মানী) , যুগ্ম সম্পাদক- জুহুরুল হক (বাংলার দর্পন, পর্তুগাল), যুগ্ম সম্পাদক – সাহেদ আহমেদ (এম আই বি, ফ্রান্স), যুগ্ম সম্পাদক – কবির আল মাহমুদ (বাংলা টিভি মাদ্রিদ), সাংগঠনিক সম্পাদক- রনি মোহাম্মদ (এনটিভি, পর্তুগাল), সাংগঠনিক সম্পাদক- শিমুল রহমান (ডি টিভি, ইতালী), সাংগঠনিক সম্পাদক – শফিউল শাফি (আর টিভি , ডেনমার্ক), সাংগঠনিক সম্পাদক – নাঈম হাসান পাভেল (জাগো নিউজ , পর্তুগাল) অর্থ সম্পাদক- মাহবুবুর রহমান (এন বি আই নিউজ, ফ্রান্স), প্রচার সম্পাদক- রাসেল আহম্মেদ (এম আই বি , পর্তুগাল), দপ্তর সম্পাদক – মোহাম্মদ নুরুল আলম (ইউরোপের কথা, ফ্রান্স), ক্রীড়া সম্পাদক- সাইফুল আমিন (সময় টিভি মাদ্রিদ) , সাংস্কৃতিক সম্পাদক- তামিম হাসান (এসিয়ান টিভি অস্ট্রিয়া) , তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক- আমির হোসেন লিটন (ডিবিসি, রোম) , মহিলা সম্পাদিকা- মনিকা ইসলাম (আনন্দ টিভি, ইতালী), আন্তর্জাতিক সম্পাদক- আশরাফ জানু (চ্যানেল আই ইতালী) , অভিবাসী সম্পাদক- জুম্মন মাদবর অনিক (ভেনিস) , সদস্যঃ খান রিপন , এডভোকেট আনিসুজ্জামান , আহসান উল্লাহ ,মিল্টন রহমান ফেরদৌসী সুলতানা প্রমূখ।
উল্লেখ্য পরবর্তীতে আলোচনা সাপেক্ষে উপদেষ্ঠা পরিষদ এবং আরো অনেককেই অন্তর্ভূক্তি করা হবে।
দায়িত্ব প্রাপ্ত নতুন নেতৃবৃন্দ জানান খুব শীঘ্রই অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে কমিটির সকল নেতৃবৃন্দকে ইউরোপ কমিউনিটির কাছে পরিচয় করিয়ে দেয়া হবে।